Flying Car: দুবাইয়ের আকাশে প্রথমবার উড়ল চিনের 'উড়ন্ত ইলেকট্রিক গাড়ি'
Flying Electric Car: ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত ইলেকট্রিক গাড়ি নিয়ে আত্মপ্রকাশ করবে চিনের Xpeng Aeroht সংস্থা।
Flying Car: দুবাইয়ের আকাশে প্রথমবারের জন্য উড়ল (Public Flight) চিনের তৈরি করা উড়ন্ত গাড়ি (Flying Car)। চিনের ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী সংস্থা Xpeng Inc এই উড়ন্ত গাড়ি তৈরি করেছে বলে জানা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথমবারের জন্য এই উড়ন্ত গাড়ির উড়ান হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই ইলেকট্রিক এয়ারক্র্যাফট লঞ্চ করতে চলেছে চিনের সংস্থা Xpeng Inc। তার আগের পর্যায়ে চলছে কাজকর্ম। আর সেই সূত্রেই এই উড়ান হয়েছে।
জানা গিয়েছে এই উড়ন্ত ইলেকট্রিক গাড়ির নাম X2। এই উড়ন্ত গাড়িতে রয়েছে দুটো সিট, অর্থাৎ দু’জনের বসার বন্দোবস্ত রয়েছে এই ইলেকট্রিক উড়ন্ত গাড়িতে। এই electric vertical take-off and landing- eVTOL এয়ারক্র্যাফট ৮টি প্রপেলারের সাহায্যে চালিত হয়। ইলেকট্রিক গাড়ির প্রতিটি কোণে রয়েছে দুটো করে প্রপেলার। দুবাইয়ের আকাশে ৯০ মিনিটের টেস্ট ফ্লাইট হয়েছে এই ইলেকট্রিক উড়ন্ত গাড়ির। চিনের যে সংস্থা এই যান তৈরি করেছে তারা জানিয়েছে আগামী প্রজন্মের উড়ন্ত গাড়ির জন্য এই পরীক্ষামূলক উড়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত ইলেকট্রিক গাড়ি নিয়ে আত্মপ্রকাশ করবে Xpeng Aeroht সংস্থা। এমনটাই জানিয়েছেন এই সংস্থার জেনারেল ম্যানেজার Minguan Qiu। প্রথমে দুবাই শহরকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ। আগামীদিনে অন্যান্য আরও দেশ এবং শহরে এই ইলেকট্রিক উড়ন্ত গাড়ি আত্মপ্রকাশ করবে।
এর আগে উড়ন্ত বাইকের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জনসমক্ষে এসেছে এই উড়ন্ত বাইক। নেটিজেনরা ভাইরাল ভিডিও দেখে বলছেন, Star Wars- এর speeder bike মনে করাচ্ছে বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক। জাপানের স্টার্ট আপ AERWINS Technologies নির্মাণ করেছে hoverbike। এই hoverbike- এর ডেবিউ হয়েছে Detroit Auto Show- তে।
বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইকের নাম XTURISMO hoverbike। জানা গিয়েছে এই উড়ন্ত বাইক ৪০ মিনিট উড়তে পারবে এবং সর্বোচ্চ গতি হতে পারে 62mph। জাপানে ইতিমধ্যেই এই বাইকের বিক্রি শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী বছর থেকে এই বাইকের বিক্রি শুরু হবে বলে শোনা গিয়েছে। Star Wars- এর speeder bike মনে করানো বিশ্বের প্রথম উড়ন্ত বাইক বা Flying Biker- এর দাম হবে $777,000। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই এই উড়ন্ত বাইক লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ২০২৩ সালে এই বিশেষ বাইক লঞ্চ হতে চলেছে আমেরিকায়। তবে ভারতে এই বাইক লঞ্চ হবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- এই তিন বৈদ্যুতিক স্কুটার দেয় দারুণ রেঞ্জ, জেনে নিন দাম ও বৈশিষ্ট্য