ABP Live Auto Awards 2022: হ্যাচব্যাক থেকে প্রিমিয়াম কার, ২০২২ সালে নজর কেড়েছে এই গাড়িগুলি
ABP Live Auto Awards 2022: দেশের সবচেয়ে বড় মিডিয়া নেটওয়ার্ক ABP Live আয়োজন করেছে ABP Live Auto Awards 2022।
Auto Awards 2022: দেশের সবচেয়ে বড় মিডিয়া নেটওয়ার্ক ABP Live আয়োজন করেছে ABP Live Auto Awards 2022। এই পুরস্কারের মাধ্যমে বিভিন্ন শ্রেণির সেরা গাড়ি ও বাইক নির্বাচিত করেছে কোম্পানি। সেরা গাড়ি ও বাইক নির্বাচনের ক্ষেত্রে উদ্ভাবন ও গাড়ির বৈশিষ্ট্যগুলি দেখা হয়েছে। এই পুরস্কারে এন্ট্রি লেভেল কার অফ দ্য ইয়ার, হ্যাচব্যাক অফ দ্য ইয়ার, সেডান অফ দ্য ইয়ার, ফান কার, প্রিমিয়াম এসইউভি অফ দ্য ইয়ার ইত্যাদি সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে গাড়ি ও বাইক নির্বাচন করা হয়েছে।
ABP Live Auto Awards 2022: কোন গাড়ি কোন পুরস্কার পেয়েছে ?
এন্ট্রি লেভেল কার অফ দ্য ইয়ার - Maruti Alto K10
হ্যাচব্যাক অফ দ্য ইয়ার - Citroën C3
বছরের সেরা সেডান - ফক্সওয়াগেন ভার্টাস (ভিডব্লিউ ভার্টাস)
বছরের সেরা ফান কার - হুন্ডাই ভেন্যু এন-লাইন
বছরের অফ রোডার - জিপ মেরিডিয়ান
বছরের প্রিমিয়াম SUV - Hyundai Tucson
বছরের বিলাসবহুল এসইউভি - জিপ গ্র্যান্ড চেরোকি
সাব কমপ্যাক্ট এসইউভি অফ দ্য ইয়ার - মারুতি ব্রেজা
SUV অফ দ্য ইয়ার - মারুতি গ্র্যান্ড ভিটারা
বছরের সেরা ইভি - মার্সিডিজ-বেঞ্জ EQS 580 4MATIC (Mercedes-Benz EQS 580 4MATIC)
পারফরম্যান্স কার অফ দ্য ইয়ার - ফেরারি 296 GTB
বছরের সেরা বিলাসবহুল গাড়ি - ল্যান্ড রোভার রেঞ্জ রোভার
বছরের সেরা গাড়ি - হুন্ডাই টুঁসো
ABP Live Auto Awards 2022: কোন বাইক কোন পুরস্কার পেয়েছে ?
বছরের সেরা প্রিমিয়াম বাইক - সুজুকি কাতানা
বছরের সেরা বাইক - Bajaj Pulsar N160 (Bajaj Pulsar N160)
ABP Live Auto Awards 2022: কীভাবে হল নির্বাচন ?
এবিপি লাইভ দেশের স্বনামধন্য ও বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা গত বছরের গাড়ি ও বাইকগুলি থেকে সেরা মডেল বেছে নিয়েছি। যারা নিজেদের জন্য গাড়ি বা বাইক কিনতে চাইছেন তাদের সাহায্য করার জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরিতে এই গাড়ি ও বাইকগুলি নির্বাচন করেছি।