Electric Scooter: সেন্সর দেওয়া স্কুটার এল বাজারে, দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্ক করবে চালককে
Ather Rizta Electric Scooter: অ্যাথার এনার্জি সম্প্রতি তাদের একটি স্কুটারে নয়া সেফটি ফিচার্স সংযুক্ত করেছেন। গাড়ি যাতে পিছলে না যায় তার জন্য এই বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা জুড়ে দিয়েছেন ARAS।
Ather Rizta Scooter: দু-চাকার গাড়ি হোক বা চার চাকার গাড়ি, চালানোর সময় দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা অবশ্যই দরকার। খারাপ রাস্তা বা যে কোনও কারণে দুর্ঘটনাও (Ather Rizta) ঘটতে পারে। এই দুর্ঘটনা থেকে বাঁচাতে গাড়ি নির্মাতা সংস্থা তাদের মডেলে বেশ কিছু সেফটি ফিচার্স জুড়ে রাখেন যাতে চালক গাড়ি চালানোর সময় (Electric Scooter) বাড়তি কিছু নিরাপত্তা পান। তেমনই এবার স্কুটারে সেন্সরের সুবিধে নিয়ে এল অ্যাথার এনার্জি।
বৈদ্যুতিন স্কুটারের নতুন ফিচার্স
অ্যাথার এনার্জি সংস্থা সম্প্রতি তাদের একটি স্কুটারে নয়া সেফটি ফিচার্স সংযুক্ত করেছেন। পিচ্ছিল রাস্তায় গাড়ি যাতে পিছলে না যায়, রাস্তায় উলটে না পড়ে যায় তার জন্য এই বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা জুড়ে দিয়েছেন অ্যাডভান্সড রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এর ফলে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আরও এক স্তরীয় বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে এই স্কুটারে।
ARAS-এর সেফটি ফিচার্স কী
অ্যাথার এনার্জির পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাথারের এই ARAS ফিচার্সের মধ্যে রয়েছে স্কিড কনট্রোল ও ফল সেফ ফিচার্স। এই স্কিড কনট্রোল ফিচার্সের মধ্যে রাখা হয়েছে ট্রাকশান কনট্রোলের সুবিধে যা কিনা এই স্কুটারের মোটরে টর্ক সরবরাহ করে। এই ফিচার্সের মাধ্যমে স্বতঃপ্রণোদিতভাবে স্কুটারের গতিবেগ কমে আসে, চাকার ট্রাকশান কমে আসে। রাস্তায় যদি স্কুটারের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, স্কুটারের গতিবেগ আপনা থেকেই কমে আসবে।
এর ফলে জলাবদ্ধ কোনও জায়গায়, পাহাড়ি রাস্তায় বা বালিয়াড়ির রাস্তায় গাড়ি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করবে এই ফিচার্স। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বছরের শুরুতেই স্কুটারে এই নয়া সেফটি ফিচার্সের পরীক্ষা করা হয়ে গিয়েছে।
ফল সেফ ফিচার্স কীভাবে কাজ করবে
একইসঙ্গে অ্যাথার এনার্জির এই নতুন স্কুটারে যে ফল সেফ ফিচার্স রয়েছে তাতেও গ্রাহকদের অনেক উপকার হবে। এই ফিচার্সের সাহায্যে যখনই স্কুটারের সেন্সর বুঝতে পারবে যে গাড়ি পড়ার উপক্রম হয়েছে, এই ফিচার্স কাজ করা শুরু করে দেবে। এমনকী চাকা থেকে শক্তি সরবরাহ বন্ধ করে দেবে এই ফিচার্স, এর ফলে গাড়ি রাস্তা পিছলে পড়ে বহুদূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যাওয়া থেকে বাঁচা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TRAI Rule: কালো তালিকায় ২.৭৫ লক্ষ ফোন নম্বর, বন্ধ হল ৫০ সংস্থার পরিষেবাও- এবার কমবে জালিয়াতি ?