Best Scooter: বাজাজ চেতক ব্লু নাকি টিভিএস আইকিউব ? কোন স্কুটার কিনলে সস্তা পড়বে ?
Electric Scooter: বৈদ্যুতিন স্কুটার কেনার সময় মানুষের মনে কিছু দ্বিধা থেকে যায় যে কোন মডেলটা কিনলে ভাল হবে, কোন সংস্থার স্কুটারে খরচ কম হবে। বাজাজ চেতক ব্লু আর টিভিএস আইকিউবের মধ্যে কোনটা সেরা ?
Bajaj Scooter vs TVS iQube: ভারতের বাজারে বৈদ্যুতিন স্কুটারের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। বিদেশি সংস্থাগুলির কথা বাদ দিলে ভারতের বাজারে জোর টক্কর দিচ্ছে বাজাজ অটো এবং টিভিএস মোটরস এই দুই সংস্থা। শুধু মডেলের ফিচার্স বা দামেই নয়, এই দুই সংস্থা জোর টেক্কা দিচ্ছে (Best Scooter) একে অপরের বিক্রির নিরিখেও। সেলস রিপোর্ট জানাচ্ছে যে দেশের মধ্যে সেরা স্কুটার বিক্রয়কারী সংস্থা হিসেবে বাজাজের নাম যেমন দ্বিতীয় স্থানে উঠে আসে, তেমনি টিভিএসের নাম আসে তৃতীয় স্থানে অর্থাৎ ঠিক পরেই। বাজাজ সম্প্রতি বাজারে (Bajaj Chetak Blue 3202) নিয়ে এসেছে তাদের বাজাজ চেতক ব্লু ৩২০২ ভ্যারিয়ান্ট বৈদ্যুতিন স্কুটার এবং টিভিএস (TVS iQube) নিয়ে এসেছে ৩.৪ কিলোওয়াট আওয়ারের টিভিএস আইকিউব স্কুটার।
কোন বৈদ্যুতিন স্কুটার সবথেকে ভাল
বৈদ্যুতিন স্কুটার কেনার সময় মানুষের মনে এমনিতেই কিছু দ্বিধা থেকে যায় যে কোন মডেলটা কিনলে ভাল হবে, কোন সংস্থার স্কুটারে খরচ কম হবে। এখানে এই প্রতিবেদনে বাজাজ অটো আর টিভিএস এই দুটি সংস্থার সাম্প্রতিক বৈদ্যুতিন স্কুটারে কত খরচ হতে পারে তার তুলনা করা হবে। বাজাজ চেতক ব্লু এবং টিভিএস আইকিউব দুটি স্কুটারেরই দাম, ফিচার্স এবং রেঞ্জ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
সবার প্রথমে বাজাজ চেতক ব্লু স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং অন্যদিকে টিভিএস আইকিউবের দাম রয়েছে ১ লাখ ৩৬ হাজার টাকা। ফলে বাজাজের স্কুটারের দাম ২১ হাজার টাকা সস্তা পাচ্ছেন আপনি। বাজাজ চেতক ব্লুতে থাকছে ৩.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক এবং এই স্কুটারের বৈদ্যুতিন মোটর ৫.৩ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে। সর্বোচ্চ টর্ক পাবেন ১৬ এনএম। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে ১৩৭ কিমি রাস্তা যাওয়া যাবে। আর এই স্কুটারের গতি উঠবে সর্বোচ্চ ৬৩ কিমি প্রতি ঘণ্টায়। চেতক স্কুটারে আপনি টেকপ্যাকের সুবিধেও পাবেন।
বাজাজ ও টিভিএস স্কুটারের ফিচার্স
টিভিএস আইকিউব স্কুটারে যে বৈদ্যুতিন মোটর রয়েছে তা ৩.৪ কিলোওয়াট আওয়ারের যাতে ৫.৯ বিএইচপি শক্তি এবং ৩৩ এনএম টর্ক উৎপন্ন হয়। একবার চার্জে এই স্কুটারে রেঞ্জ পাবেন ১০০ কিমি। সর্বোচ্চ গতি উঠবে ঘণ্টায় ৭৮ কিমি। মাত্র ৪.২ সেকেন্ডের মধ্যেই এই স্কুটারের গতি বাড়তে পারে ৪০ কিমি পর্যন্ত।
ফিচার্সের কথা বলতে গেলে বাজাজ চেতক ব্লুতে আপনি পাবেন রাইডিং মোডের ফিচার্স, টেকপ্যাকের সুবিধের কারণে আপনি এতে ইকো স্পোর্টস, হিল হোল্ড এবং রিভার্স মোডও পাবেন। এতে ডিজিটাল কনসোল, অ্যালয় হুইল, সেফটি ডিস্ক, ড্রাম ব্রেকের সুবিধেও রয়েছে। বিভিন্ন রঙে এই স্কুটার কিনতে পারেন আপনি। এর মধ্যে পাবেন ব্রুকলিন ব্ল্যাক এবং সাইবার হোয়াইট।
আর টিভিএস আইকিউব স্কুটারে ২২০ মিমি ডিস্ক ব্রেক, ১৩০ মিমি ড্রাম ব্রেক থাকছে। রিভার্স পার্ক অ্যাসিস্ট, ইউএসবি পোর্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, জিও ফেসিং, অ্যান্টি থেফট অ্যালার্ট এইসব ফিচার্সও পাবেন টিভিএসের এই স্কুটারে। লাল, পার্ল হোয়াইট, টাইটানিয়াম গ্রে গ্লসি এই রঙের বিকল্পতে পাওয়া যাবে এই স্কুটার।
আরও পড়ুন: Maserati GranTurismo: ঘন্টায় ৩৫০ কিমি গতি, ৮টি গিয়ার- ভারতে লঞ্চ হল এই সুপারকার