Car News: গাড়ির রং হঠাৎ বদলে ফেলেছেন ? হতে পারে মোটা জরিমানা- কারণ জানেন ?
Car Rules: আপনি যদি আপনার গাড়ির আসল রং বদলে ফেলতে চান, কিংবা অন্য কোনও রঙ করাতে চান আপনার গাড়িতে, তাহলে সেই গাড়ির আরসি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও আপডেট করে এই তথ্য জানাতে হবে।
Traffic Rules: ভারতে একটি কঠোর নিয়ম রয়েছে গাড়ির রং বদলানোকে কেন্দ্র করে। আপনি ভারতে যে রঙে গাড়ি কিনেছেন বা যে রঙের গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে, তার রঙ হঠাৎ করে বদলে ফেলতে পারবেন না। আপনি যদি আপনার গাড়ির রঙ বদলাতে চান, তাহলে আপনাকে তা নিকটবর্তী আরটিওর কাছে গিয়ে আইনিভাবে রেজিস্টার করতে হবে। ভারতের মোটর ভেহিকলস অ্যাক্ট অনুসারে গাড়ির রং বদলানোর জন্য গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেট করানো জরুরি। যদি কোনও তথ্য না জানিয়ে আপনি আপনার গাড়ির রং বদলে নেন, আপডেট না করেন তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।
এখন আপনার জন্য এই গাড়ির রং বদলানোর নিয়ম জেনে রাখা খুবই জরুরি। আপনি যদি আপনার গাড়ির আসল রং বদলে ফেলতে চান, কিংবা অন্য কোনও রঙ করাতে চান আপনার গাড়িতে, তাহলে সেই গাড়ির আরসি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও আপডেট করে এই তথ্য জানাতে হবে। এজন্য আপনি যখনই আরটিওতে এই তথ্য জানাবেন, সেই তথ্য তারা আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও আপডেট করে দেবেন।
মোটা জরিমানা হতে পারে
এই পদ্ধতিতে গাড়ির নতুন রং আইনিভাবে স্বীকৃতি পায়। আপনার জন্য এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে। কোনও আরটিওকে না জানিয়েই যদি আপনি এই গাড়ির রং বদলে ফেলেন, তাহলে পুলিশ চেকিংয়ের সময় আপনার গাড়ি আটকাতে পারে এবং তখন মোটা অঙ্কের জরিমানা আপনাকে দিতে হতে পারে। আপনার গাড়ি বাজেয়াপ্তও হতে পারে।
গাড়ির আসল রং হুবহু বদলে ফেলতে হবে আপনাকে আপনার নিকটবর্তী কোনও আরটিও অফিসে যেতে হবে এবং নির্দিষ্ট ফি-র বিনিময়ে আইনিভাবে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপডেট করাতে হবে। আপনার গাড়ির মডিফিকেশন করানোর জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যাতে গাড়ির আসল লুকে বা রঙে কোনও বদল না আসে। উদাহরণস্বরূপ, আপনি যদি গাড়ির টায়ার বদলাতে চান, তাহলে তা আপনি বদলে নিতে পারেন। তবে আপনার মডেলের সঙ্গে মানানসই টায়ার লাগানো দরকার। আপনি যদি এমন টায়ার লাগান যা আপনার গাড়িতে ভালভাবে ফিট করে না, তাহলে তা বেআইনি বলে মানা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mahindra ROXX 4x4 : মহিন্দ্রার নতুন থারের কেবিনে আপডেট, এবার পাবেন এই বিশেষত্ব