Skoda Cars: নতুন প্রযুক্তি নিয়ে বাজারে আসছে স্কোডার কোডিয়াক ২০২৫, কী বদল এল ? দামে কী ফারাক ?
Skoda Kodiaq 2025: আগের পুরনো মডেলের তুলনায় নতুন স্কোডা কডিয়াক গাড়ির আকার অনেকটাই বড় হবে। তবে এর লুক অনেকটাই স্লিক হবে, পাতলা গোছের লুক নিয়ে আসবে এই নতুন কোডিয়াক।
সোমনাথ চট্টোপাধ্যায়: স্কোডা কোডিয়াক এবার বাজারে আনতে চলেছে আগামী প্রজন্মের উপযোগী একটি মডেল। এই ধরনের নতুন মডেল সম্ভবত আলজিরিয়ায় নির্মিত হবে বলে জানা গিয়েছে। স্কোডার কোডিয়াকের একটি পুরনো মডেল আগে থেকেই বাজারে (Skoda Kodiaq 2025) ছিল, তবে এবার সেই মডেলের আপগ্রেডেড ভার্সন বাজারে (Skoda New Car) এসেছে। দেখা যাক পুরনো মডেলের থেকে এই নতুন মডেল কোথায় আলাদা। নতুন কী কী ফিচার্স এসে জুড়েছে এই মডেলে ?
নতুন প্রজন্মের গাড়িটি আকারে অনেক বড় হবে
আগের পুরনো মডেলের তুলনায় নতুন স্কোডা কডিয়াক গাড়ির আকার অনেকটাই বড় হবে। তবে এর লুক অনেকটাই স্লিক হবে, পাতলা গোছের লুক নিয়ে আসবে এই নতুন কোডিয়াক। একইসঙ্গে, এও দেখা যাচ্ছে যে সংস্থা এই গাড়ির পুরো ডিজাইন পুরোপুরি বদলায়নি। কিছু কিছু এলিমেন্ট স্কোডার গাড়িতে একই রাখা হয়েছে। আগের মডেলের থেকে এই নতুন মডেলটি খানিক কম বক্সি ডিজাইনের। ৪৬৯৯ মিমি দৈর্ঘ্যের এই নতুন কোডিয়াক মডেলের থেকে আগের মডেলের দৈর্ঘ্য অনেকটাই কম, পুরনো মডেলটি দৈর্ঘ্যে ৪৭৫৮ মিমি বড় ছিল।
প্রিমিয়াম এসইউভির ফিচার্স
নতুন কোডিয়াকে থাকবে এলইডি ম্যাট্রিক্স হেডল্যাম্প। আবার গাড়ির পিছনে টেইলল্যাম্পও লাগানো আছে এই স্কোডার কোডিয়াকে। বড় বড় চাকা আর স্ট্রিমলাইন লুক একে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। একটা এক্সপ্যানসিভ এসইউভির ধারণা নিয়ে এসেছে এই স্কোডার কোডিয়াক ২০২৫। নতুন কোডিয়াক যদিও একটি ৭ সিটার গাড়ি। স্পেস এবং ফ্লেক্সিবিলিটি নিয়ে আলাদা করে এই গাড়িতে কিছু বলার নেই।
নতুন কোডিয়াকের ইন্টিরিয়র
১৩ ইঞ্চির স্ক্রিন থাকছে কোডিয়াক ২০২৫ মডেলে। তবে এখনকার মডেলে যদিও ৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এই নতুন প্রজন্মের কোডিয়াকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে, থাকছে ডিজিটাল ডিসপ্লে, হেড আপ ডিসপ্লে যা একে প্রিমিয়াম এসইউভি করে তুলেছে। এর ইনফোটেইনমেন্ট স্ক্রিনের ভিতরে থাকবে স্কোডা স্মার্ট ডায়াল সিস্টেম। এই গাড়ি চালানোর জন্য প্রচুর ফাংশন এই সিস্টেমে চালনা করা যায়।
গাড়ির পাওয়ারট্রেন ও দাম
কোডিয়াক ২০২৫-এ ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন থাকছে, নতুন প্লাগ ইন হাইব্রিড এবং মাইল্ড হাইব্রিড দুটি ভার্সনই পাওয়া যাবে। এটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে।, তবে ভারতের বাজারে ২.০ লিটারের টিএসআই ইঞ্জিন থাকবে যা কিনা ২৪০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করবে। এই গাড়িতে থাকতে পারে ডিসিজি অটোমেটিক। ৪৫ লাখ থেকে ৫০ লাখ টাকা দাম হতে পারে এই নতুন কোডিয়াকের।