Electric Scooters: এই তিন বৈদ্যুতিক স্কুটার দেয় দারুণ রেঞ্জ, জেনে নিন দাম ও বৈশিষ্ট্য
Best Range Electric Scooters: জ্বালানির জ্বালায় নাভিশ্বাস উঠছে দেশবাসীর। বিকল্প হিসাবে এখন ইলেকট্রিক গাড়ি বা দু-চাকার কথা ভাবছে ভারত।
Best Range Electric Scooters: জ্বালানির জ্বালায় নাভিশ্বাস উঠছে দেশবাসীর। বিকল্প হিসাবে এখন ইলেকট্রিক গাড়ি বা দু-চাকার কথা ভাবছে ভারত। দেশবাসীর সেই চাহিদার কথা মাথায় রেখেই নিত্যদিন বাড়ছে ইলেকট্রিক স্কুটার লঞ্চ। জেনে নিন, কোন ইলেকট্রিক স্কুটার থেকে বেশি রেঞ্জ পাবেন আপনি।
Electric Scooters:বর্তমানে ভারতে ইলেকট্রিক স্কুটার বিক্রি বেড়েই চলেছে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বৈদ্যুতিক স্কুটার নির্মাতারা প্রায়ই নতুন মডেল লঞ্চ করছে। যাতে আরও বেশি রেঞ্জ অফার করছে কোম্পানি। এখন আপনি যদি এমন একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন, তাহলে সবার আগে রেঞ্জের কথা মাথায় আসবে আপনার। তবে আজ আমরা আপনাকে ভারতীয় বাজারে পাওয়া যায়, এমন তিনটি মডেল সম্পর্কে বলব, যাদের রেঞ্জ খুব শক্তিশালী।
Ola S1 (180 কিমি)
এটি দেশের সবচেয়ে বেশি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার। ওলা ইলেকট্রিক কোম্পানি এই স্কুটারের দুটি ভেরিয়েন্ট বাজারে এনেছে। S1 ও S1 প্রো। Ola S1 ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জে ১৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে পারে বলে দাবি করেছে কোম্পানি। বর্তমানে, এই স্কুটারগুলি ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এর এক্স-শোরুম মূল্য প্রায় ১.৪০ লক্ষ টাকা।
Hero Vida (165km)
এই নতুন ইলেকট্রিক স্কুটারটি সম্প্রতি লঞ্চ করেছে Hero Vida V1 Plus ও Hero Vida V1 Pro এর মত দুটি ভেরিয়েন্টে পাবেন ক্রেতা। এই স্কুটারে একটি ৩.৯৪ কিলোওয়াট লিথিয়াম-আয়ন ব্যাটারিপ্যাক দেওয়া হয়েছে। Hero Vida V1 Pro একবার পুরো চার্জে ১৬৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর এক্স-শোরুম মূল্য ১.৫৯ লক্ষ টাকা।
Hero Electric Optima CX
Hero Electric এর এই ইলেকট্রিক স্কুটারটিতে একটি ৫২.২ ভোল্ট, ৩০ এএইচ লিথিয়াম ফসফেট ব্যাটারি রয়েছে। এই স্কুটারে ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, রিমোট লক, ইউএসবি চার্জিং পোর্ট, অ্যান্টি-থেফট অ্যালার্ম, ওয়াক অ্যাসিস্ট ফাংশনের মতো ফিচার দেওয়া হয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জে ১৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। এর শোরুম মূল্য প্রায় ৭৮,০০০ টাকা। শোনা যাচ্ছে, শীঘ্রই আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা ভাবছে হিরো। তবে তা হতে পারে ম্যাক্সি স্কুটার।
আরও পড়ুন : BYD Atto 3: চিনের এই ইলেকট্রিক এসইউভি দেবে টাটাকে টক্কর ! ভারতে এল বিওয়াডির এই গাড়ি