Electric Car: ৯ মিনিট চার্জেই ৯৬৫ কিমি রেঞ্জ দেবে এই আশ্চর্য ব্যাটারি, চলবে ২০ বছরেরও বেশি
Solid State Oxide Battery: স্যামসাংয়ের এই ব্যাটারির সম্পর্কে বলা হয়েছে যে এর সাহায্যে একবার চার্জে ৬০০ মাইল অর্থাৎ ৯৬৫ কিমি রাস্তা যাওয়া যাবে এবং মাত্র ৯ মিনিটেই হয়ে যাবে সম্পূর্ণ চার্জ।
Solid State Oxide Battery: সারা বিশ্বজুড়েই বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে আর এই বৈদ্যুতিন গাড়িকে টেকসই করে তুলতে দরকার এর উন্নত ব্যাটারি ব্যাকআপ। সম্প্রতি স্যামসাং সিউলে একটি প্রদর্শনীশালায় বিশেষ ধরনের সলিড স্টেট অক্সাইড ব্যাটারি (Electric Car) প্রদর্শন করেছে শুধুমাত্র বৈদ্যুতিন গাড়ির জন্য। এই ব্যাটারি গাড়িতে লাগালে সংস্থার দাবি অনুসারে মাত্র ৯ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এবং একবার চার্জ দিলে এই ব্যাটারির (Electric Car Battery) সাহায্যে যাওয়া যাবে ৯৬৫ কিমি রাস্তা।
বৈদ্যুতিন গাড়ির চাহিদা দেশে দেশে ক্রমেই বাড়ছে। পেট্রোল ডিজেলের গাড়ি ছেড়ে মানুষ এখন এই ধরনের বৈদ্যুতিন গাড়ি কেনার দিকেই ঝুঁকছেন। আর তাই বহু সংস্থাই এই ইভির দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করার তাগিদে নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছেন। আর তাই স্যামসাং সম্প্রতি একটি নতুন ব্যাটারি এনেছে বৈদ্যুতিন গাড়ির জন্য।
৬০০ মাইল ড্রাইভিং রেঞ্জ দেবে এই ব্যাটারি
স্যামসাংয়ের এই ব্যাটারির সম্পর্কে বলা হয়েছে যে এর সাহায্যে একবার চার্জে ৬০০ মাইল অর্থাৎ ৯৬৫ কিমি রাস্তা যাওয়া যাবে এবং মাত্র ৯ মিনিটেই হয়ে যাবে সম্পূর্ণ চার্জ। টানা ২০ বছর পর্যন্ত চলবে এই ব্যাটারি। স্যামসাংয়ের এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৪৮০ কিলোওয়াট থেকে ৬০০ কিলোওয়াটের চার্জার দরকার। ভবিষ্যতের বৈদ্যুতিন গাড়িতে এই ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।
সলিড স্টেট ব্যাটারি আসলে কী ?
সহজ করে বলতে গেলে এই ব্যাটারি আসলে এক রকমের লিথিয়াম আয়ন ব্যাটারি যেখানে কোনও তরল উপাদান নেই। সাধারণত এখনকার বৈদ্যুতিন গাড়িতে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় তাতে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে একটি আয়নীয় তরল থাকে। তবে এই সলিড ব্যাটারির ক্ষেত্রে কোনও তরল থাকে না, বরং থাকে একটি কঠিন আয়নীয় উপাদান।
সম্প্রতি জানা গিয়েছে দেশের সরকার গাড়িতে বিশেষ ধরনের ফ্যান্সি নম্বর প্লেট লাগানোর জন্য বেশিমাত্রায় জিএসটি আদায়ের কথা ভাবছে। ২৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।