Car Number Plate: গাড়িতে এই ধরনের নম্বর প্লেট লাগালে বাড়বে খরচ, দিতে হবে ২৮ শতাংশ জিএসটি
Car Fancy Number Plates: রাজ্য সরকার একটি নিলাম আয়োজন করে যেখানে এই ধরনের বিলাসবহুল ফ্যান্সি নম্বর প্লেট দেওয়া হয়। এই ফ্যান্সি নম্বর প্লেটকে লাক্সারি আইটেম বলে ধরার প্রস্তাব দিয়েছে ফিল্ড ফর্মেশন।
GST Rule: অনেকেরই পছন্দসই নম্বর প্লেট লাগানোর শখ আছে গাড়িতে। আর এরকম ফ্যান্সি কাস্টমাইজড নম্বর প্লেট এখনকার দিনে অনেক বেশি দামী হয়ে উঠেছে। সরকার এবার থেকে এই ধরনের ফ্যান্সি নম্বর প্লেট (Fancy Number Plate) লাগানোর জন্য বেশি পরিমাণ জিএসটি আদায় করতে চলেছে গাড়ির মালিকদের থেকে। ভারত সরকার এবার থেকে এই ধরনের নম্বর প্লেট লাগালে তাঁর জন্য সবথেকে বেশি অর্থাৎ ২৮ শতাংশ জিএসটি (GST Rule) দাবি করতে চলেছে।
সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন অনুসারে, গাড়িতে নিজের পছন্দের নম্বর প্লেট লাগানোর জন্য বেশি জিএসটি সংগ্রহ করার প্রস্তাব পাঠানো হয়েছে অর্থমন্ত্রকের কাছে। আর সেই প্রস্তাবে অর্থমন্ত্রীকে জানানো হয়েছে যাতে এই নিজের পছন্দসই নম্বরপ্লেট লাগানোকে লাক্সারি আইটেম হিসেবে মানা হয় এবং এর জন্য সবথেকে বেশি অর্থাৎ ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়।
এই সংস্থা দিয়েছে প্রস্তাব
সূত্র অনুসারে, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)-কে ফিল্ড ফর্মেশন সংস্থা একটি চিঠি লিখে জানিয়েছে যে এই দেশে গাড়িতে ফ্যান্সি নম্বর প্লেট লাগানো উচিত কিনা এবং তাতে ঠিক কতখানি জিএসটি আদায় করা যায়। ফিল্ড ফর্মেশন সংস্থা বিশ্বাস করে যে এই ধরনের ফ্যান্সি নম্বর প্লেট আদপে একটি লাক্সারি আইটেম এবং এতে ২৮ শতাংশ জিএসটি অর্থাৎ সবথেকে বেশি জিএসটি ধার্য করা যেতে পারে।
লাখ লাখ টাকায় নিলাম হয় এই নম্বর প্লেট
সাধারণত রাজ্য সরকারের অধীনে বিভিন্ন সংস্থা এই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বা নম্বর প্লেট দিয়ে থাকে। একই সঙ্গে রাজ্য সরকার একটি নিলাম আয়োজন করে যেখানে এই ধরনের বিলাসবহুল ফ্যান্সি নম্বর প্লেট দেওয়া হয়। এর জন্য একটা আলাদা ফি দিতে হয়। কখনও কখনও লক্ষ লক্ষ টাকায় নিলাম হয় এই ফ্যান্সি নম্বর প্লেটগুলি।
ফিল্ড ফর্মেশন সংস্থা আসলে কী
ফিল্ড ফর্মেশন আসলে কেন্দ্র সরকারের অধীনস্থ অফিস যা কিনা দেশের সমস্ত রাজ্যে সমস্ত জোনে রয়েছে যারা কিনা মূলত কর আদায়ের কাজের সঙ্গে যুক্ত। অন্যদিকে ফিল্ড ফর্মেশন সংস্থার নিজস্ব কিছু দায়িত্ব থাকে কর সংক্রান্ত নিয়ম-নীতি বদলের প্রস্তাব আনার এবং করদাতাদের সঙ্গে যোগাযোগ করার। এখন ফিল্ড ফর্মেশনের আনা এই প্রস্তাব অনুমোদন পেলে তারপর থেকেই এই ধরনের ফ্যান্সি নম্বর প্লেট গাড়িতে লাগানোর জন্য বেশি জিএসটি দিতে হবে গাড়ির মালিকদের।
আরও পড়ুন: Interest Rate Hike:বাড়বে EMI-এর চাপ ? ফের ঋণের উপর সুদের হার বাড়াল এই ৩ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক