EV Tips: বৈদ্যুতিন গাড়ি ব্যবহার করেন ? প্রচণ্ড গরমে বিস্ফোরণ থেকে বাঁচতে কী কী খেয়াল রাখবেন ?
Summer Care Tips of EV: গরমের দিনে যতটা সম্ভব ছায়ার মধ্যে আপনার ইভি পার্কিং করতে পারেন, এতে অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না। গরমে টায়ারের ভিতরে বেশি হাওয়া থাকলে তাঁর জন্য টায়ার বাস্ট হতে পারে।
Summer Care Tips: দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে আর এই অত্যধিক গরমে আপনার বৈদ্যুতিন গাড়িটির যত্ন না নিলে, ঠিকমত খেয়াল না রাখলে আপনারই সমস্যা বাড়বে। গাড়ির (EV Tips) যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য এই বিষয়গুলি গরমের দিনে অবশ্যই মেনে চলতে হবে। পেট্রোল-ডিজেল চালিত গাড়ি হোক বা বৈদ্যুতিক, অত্যধিক তাপের কারণে গাড়ির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। গাড়ির দক্ষতাও (Summer Care EV) নষ্ট হতে পারে নিমেষে। এমনকী গরমকালে বিস্ফোরণের মত ঘটনাও ঘটতে পারে। তা থেকে বাঁচতে কী কী বিষয় খেয়াল রাখবেন ?
যতটা সম্ভব ছায়াতে পার্কিং করতে হবে
গরমের দিনে যতটা সম্ভব ছায়ার মধ্যে আপনার ইভি পার্কিং করতে পারেন, এতে গাড়িকে নিজে থেকে ঠান্ডা করার জন্য অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না। গাড়ির ব্যাটারিতে সরাসরি সূর্যালোক পড়লে তা থেকে ব্যাটারি উত্তপ্ত হয়ে নষ্ট হতে পারে।
ব্যাটারির যত্ন রাখুন
গাড়ি বিশেষজ্ঞরা বলেন যে, ব্যাটারি ভাল রাখতে সেই ব্যাটারির চার্জ সবসময় যেন ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে থাকে। গরমের দিনে এটি মাথায় রাখা খুবই জরুরি। অনেকক্ষণ চার্জ হলে ব্যাটারির তাপমাত্রা বাড়তে পারে। গরমকালে এমন ঘটনা ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আগে থেকে সতর্ক হোন
বেশ কিছু ইভিতে এই সুবিধা থাকে যা চালু করা থাকলে গাড়িতে ঢোকার আগেই গাড়ির তাপমাত্রা আপনা থেকেই কমানো হয়, একে বলে প্রি-কন্ডিশনিং। এর মাধ্যমে গাড়ির কেবিন ঠান্ডা হয়ে যায়। গাড়ি চালানোর অভিজ্ঞতা আরামদায়ক হয়।
উইন্ডো শেডের ব্যবহার
দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে হলে এই উইন্ডো শেড অনেক সহায়ক হতে পারে গাড়ির তাপমাত্রা কম রাখার জন্য। এতে সূর্যরশ্মি গাড়ির ভিতরে প্রবেশ করতে বাধা পায় এবং স্বাভাবিকভাবে গাড়ির ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
টায়ারের বায়ুচাপ
গাড়ির টায়ারে বায়ুর চাপ কত আছে তা গরমকালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরমে টায়ারের ভিতরে বেশি হাওয়া থাকলে তাঁর জন্য টায়ার বাস্ট হতে পারে। গাড়ির চরম ক্ষতি হতে পারে। ফলে এ থেকে বাঁচতে গাড়ির চাকার টায়ার প্রেশার পরীক্ষা করে নিতে হবে।
চার্জ দেওয়ার অভ্যাসে কিছু বদল
গাড়ি যখন বাইরের তাপমাত্রার কারণে গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গেই তাঁকে চার্জ দেওয়া চলবে না। রাতের দিকে শীতল পরিবেশে গাড়ি চার্জ দেওয়ার চেষ্টা করা দরকার। এতে দিনের বেলায় বৈদ্যুতিন গাড়ির ব্যাটারির উপর চাপ কমাতে সাহায্য করে।
আরও পড়ুন: Car News: ১০ লাখের মধ্যেই পেয়ে যাবেন বাজারসেরা এইসব SUV, ফিচার্সে কে, কাকে টেক্কা দেবে ?