Electric Scooter: এক চার্জে ৯০ কিমি ছুটবে এই বৈদ্যুতিন স্কুটার, মাত্র ৭০ হাজারেই আপনার গ্যারাজে- আরও কী ফিচার্স ?
Fujiyama Electric Scooter: ভারতের বাজারে ফুজিয়ামা (Fujiyama Electric Scooter) তাঁর নতুন মডেল থান্ডার প্লাসের দুটি ভ্যারিয়ান্ট বাজারে এনেছে। একটি হল VLRA এবং অন্যটি হল LI।
Fujiyama Thunder Plus: ইলেকট্রিক স্কুটারের একটা বিরাট বিপ্লব ঘটে গিয়েছে ভারতের বাজারে, একথা বলাই যায়। বৈদ্যুতিন স্কুটার (Fujiyama Electric Scooter) নির্মাতা সংস্থাগুলি নিত্য নতুন মডেল নিয়ে আসছে বাজারে। একেকটির একেকরকম ফিচার্স, একেক দাম। তবে এবার বাজারে একটা সস্তার বৈদ্যুতিন স্কুটার এসে গিয়েছে। ১ লাখ টাকাও খরচ হবে না, মাত্র ৭০ হাজারের মধ্যেই ঘরে আনতে পারবেন এই স্কুটার। সংস্থার নাম ফুজিয়ামা, মডেলের নাম থান্ডার প্লাস। ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই কম দামে সাশ্রয়ী স্কুটারের মডেল নিয়ে আসছে দু-চাকার গাড়ি নির্মাতা সংস্থাগুলি। দেখে নেওয়া যাক এই নতুন থান্ডার প্লাস স্কুটারে কী কী ফিচার্স আছে।
VRLA ভ্যারিয়্যান্টে মাইলেজ কত
ভারতের বাজারে ফুজিয়ামা (Fujiyama Electric Scooter) তাঁর নতুন মডেল থান্ডার প্লাসের দুটি ভ্যারিয়ান্ট বাজারে এনেছে। একটি হল VLRA এবং অন্যটি হল LI। মূলত একটি হাই স্পিড এবং অন্যটি লো স্পিড এই ভাগেই ভাগ করা হয়েছে ভ্যারিয়্যান্ট দুটি। থান্ডার প্লাস ই-স্কুটারের VLRA ভার্সনে একটি ২৫০ ওয়াটের মোটর থাকছে, এতে সর্বোচ্চ গতি ওঠে ২৫ কিলোমিটার। অন্যদিকে একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে যাওয়া যাবে ৬০ কিলোমিটারেরও বেশি। এতে একটি ৪৮ ভোল্টের VRLA ব্যাটারি প্যাক রয়েছে। অত্যন্ত দক্ষ এবং ভাল পরিষেবা দেবে বলে জানা গিয়েছে এই স্কুটার।
LI ভ্যারিয়্যান্টে মাইলেজ কত
এই থান্ডার প্লাসের LI ভ্যারিয়ান্টটিতেও আগের মতই সর্বোচ্চ গতি একই থাকছে, ২৫ কিমি। তবে এতে একবার সম্পূর্ণ চার্জ দিলে VRLA ভ্যারিয়্যান্টের তুলনায় ৩০ কিমি বেশি অর্থাৎ ৯০ কিমি পথ যাওয়া যায়। এতে ব্যাটারি প্যাক থাকছে ৬০ ভোল্টের। আর এই ভাল মানের ব্যাটারি প্যাকের কারণে ফুজিয়ামার (Fujiyama Electric Scooter) থান্ডার প্লাসের এই ভ্যারিয়্যান্টটি অত্যন্ত দক্ষ ও বেশি মাইলেজ এনে দেয় চালককে।
কী কী ফিচার্স থাকছে
ফুজিয়ামার এই দুটি ভ্যারিয়্যান্টেই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিআরএল সহ এলইডি লাইট, অ্যান্টি থেফট নোটিফিকেশন, রিমোট কনট্রোল লক অ্যান্ড আনলক, এমনকী এর সঙ্গে নিরাপত্তাজনিত ফিচার্সগুলি তো আছেই। তবে এতে সবথেকে বেশি সুবিধে হল এর ব্যাটারিটি পোর্টেবল, ফুজিয়ামা থান্ডার প্লাসের LI ভ্যারিয়্যান্টটির ব্যাটারি যে কোনও জায়গায় যে কোনও সময় চার্জ দিতে পারেন স্কুটার চালক।
দাম কত
ফুজিয়ামা (Fujiyama Electric Scooter) থান্ডার প্লাসের দাম শুরু হচ্ছে ৬৪,৯৯০ টাকা থেকে। অর্থাৎ ১ লাখের মধ্যেই রয়েছে এর দাম। এমনকী ৭০ হাজার টাকাও খরচ হবে না। এটি যদিও এক্স শো-রুম দাম উল্লেখ করা হয়েছে, এর থেকে অন রোড দাম সামান্য বদলে যেতে পারে।
আরও পড়ুন: Mahindra Cars: নতুন ভার্সন আসবে থারের, সঙ্গে আরও ৩টি SUV আনবে মহিন্দ্রা- কী ফিচার্স ?