এক্সপ্লোর
Mahindra Cars: নতুন ভার্সন আসবে থারের, সঙ্গে আরও ৩টি SUV আনবে মহিন্দ্রা- কী ফিচার্স ?
Mahindra SUV: আগামী ৬ বছরে ১৬টি এসইউভি পরপর আনতে চলেছে মহিন্দ্রা। বিরাট বড় পরিকল্পনা করেছে এই গাড়ি নির্মাতা সংস্থা। আগামী ২০৩০ সালের মধ্যেই এই সমস্ত SUV-গুলি বাজারে আনবে।
ছবি সৌজন্য- নিজস্ব
1/10

আগামী ৬ বছরে ১৬টি এসইউভি পরপর আনতে চলেছে মহিন্দ্রা। বিরাট বড় পরিকল্পনা করেছে এই গাড়ি নির্মাতা সংস্থা। একে বলা যায় অ্যাগ্রেসিভ প্রোডাক্ট লঞ্চ স্ট্রাটেজি, আগামী ২০৩০ সালের মধ্যেই এই সমস্ত SUV-গুলি বাজারে আনবে।
2/10

এর মধ্যে একদিকে রয়েছে ৯টি নতুন ICE ইঞ্জিনিয়ারড এসইউভি এবং এরই সঙ্গে থাকবে ৭টি ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়িও। এগুলির মধ্যে বেশিরভাগ নতুন গাড়ি বলা চলে।
Published at : 20 May 2024 05:19 PM (IST)
আরও দেখুন




















