EV Cars: রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি কিছুই দিতে হবে না, বৈদ্যুতিন গাড়িতে অঢেল সুযোগ এই রাজ্যে
Telangana Govt announcement: বৈদ্যুতিন দুই চাকার গাড়ি, ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে বলে জানিয়েছে তেলেঙ্গানা সরকার। এই ধরনের গাড়িগুলি বায়ুদূষণ কমাতে অনেকাংশে সহায়তা করে।
Car News: সারা দেশেই এখন হু হু করে বাড়ছে বৈদ্যুতিন গাড়ির বিক্রি। সরকারও এই ধরনের গাড়ি কিনতে উদ্বুদ্ধ করছে মানুষকে। এবার তেলেঙ্গানা সরকার বৈদ্যুতিন গাড়ি (Electric Vehicle) কিনলে বড় সুযোগের ঘোষণা করল। এই ধরনের গাড়িগুলি বায়ুদূষণ কমাতে অনেকাংশে সহায়তা করে। এই রাজ্যে বৈদ্যুতিন গাড়ি কিনলে রোড ট্যাক্স বা সড়ক কর, রেজিস্ট্রেশন ফি মকুব হয়ে যাবে। এই প্রথম এত বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য (Telangana Govt) সরকার। এই ঘোষণা আগামী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।
বৈদ্যুতিন দুই চাকার গাড়ি, ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে বলে জানিয়েছে তেলেঙ্গানা সরকার। চার চাকার গাড়ির মধ্যে ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং ট্যুরিস্ট ক্যাব সবেতেই ছাড় প্রযুক্ত হবে। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, নন জিএইচএমসি সমস্ত এলাকাতেই বৈদ্যুতিন তিন চাকার গাড়ির ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে। তিন চাকার পণ্যবাহী গাড়ির ক্ষেত্রেও এই বিশেষ ছাড় পাওয়া যাবে।
তবে বৈদ্যুতিন বাসের ক্ষেত্রে শুধুমাত্র তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করররপোরেশন দ্বারা পরিচালিত বৈদ্যুতিন যানবাহনের জন্যই সড়ক কর এবং রেজিস্ট্রেশন ফি মকুব করা হয়েছে। এছাড়া কোনো সংস্থা যদি শুধুমাত্র নিজেদের কর্মীদের পরিবহনের জন্য এই বৈদ্যুতিন বাস কেনে তাহলেও এই ছাড়ের আওতায় পড়বে। এই ধরনের গাড়ি কোনো বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয় না।
প্রাথমিকভাবে দুই বছর পর্যন্ত এই ছাড়ের সুযোগ পাওয়া যাবে। তেলেঙ্গানার পরিবহনমন্ত্রী পোনম প্রভাকর একটি সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যে এই আদেশ জারি করেছেন। এর আগে সারা রাজ্যে মোট ৫ হাজার বৈদ্যুতিন গাড়ির জন্য এই ছাড় প্রযোজ্য হয়েছিল, তবে এবার সমস্ত গাড়ির ক্ষেত্রেই ছাড় প্রযুক্ত হবে। রাজ্যে এখন ১.৭ লক্ষ বৈদ্যুতিন গাড়ি রয়েছে নিবন্ধীত হিসেবে, সমস্ত যানবাহনের যা মাত্র ৫ শতাংশ।
তেলেঙ্গানার পরিবহন মন্ত্রী জানিয়েছেন যে বৈদ্যুতিন গাড়ি কিনলে মানুষ বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ বাঁচাতে পারবেন। দিল্লির মত বায়ুদূষণের মাত্রা যাতে হায়দরাবাদেও না হয়, সেই লক্ষ্যে বৈদ্যুতিন গাড়িকে জনপ্রিয় করে তুলতে চাইছে সরকার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tata Cars: টাটার এই গাড়িতে ২.৫ লক্ষেরও বেশি ছাড়, কী বিশেষ ফিচার্স পাবেন ?