Hero Motocorp: জুলাই থেকেই দাম বাড়বে হিরোর বাইকের, এই মাসে কী অফার দিচ্ছে সংস্থা ?
Hero Bikes: আগামী ১ জুলাই থেকেই দাম বাড়তে চলেছে হিরোর বাইক ও স্কুটারের। ফলে যারা হিরোর বাইক বা স্কুটার কেনার পরিকল্পনা করছিলেন, তাদের এই মাসেই তা কিনে ফেলতে হবে যাতে পরে বেশি খরচ করতে না হয়।
Bike News: হিরো মোটোকর্প দেশের অন্যতম বৃহৎ দু-চাকার গাড়ি নির্মাতা সংস্থা। এবার এই সংস্থা তাঁর বাইক-স্কুটারের দাম বাড়াতে চলেছে। বাইক এবং স্কুটারের (Hero Bikes) সমস্ত লাইন আপেরই দাম বাড়বে এবার। কিছুদিন আগে টাটা মোটরসও তার গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। এবার দু-চাকার দুনিয়ায় হিরো ঘোষণা করল মূল্যবৃদ্ধির কথা। ২৪ জুন সোমবারই হিরো মোটোকর্প (Hero Motocorp) একটি বিবৃতিতে তাদের বাইক ও স্কুটারের মডেলের (Hero Price Hike) দাম বাড়ার ঘোষণা করেছেন। জানা গিয়েছে আগামী মাস থেকেই দাম বাড়তে চলেছে হিরোর বাইক-স্কুটারের।
সমস্ত দু-চাকার মডেলেরই দাম বাড়বে এবার
হিরো মোটোকর্প জানিয়েছে যে তাদের পোর্টফোলিওর সমস্ত বাইক এবং স্কুটারের লাইন আপের দাম বাড়ছে আগামী মাস থেকেই। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই এই সংবাদ জানায় সংস্থা। হিরোর এযাবত সমস্ত মডেলের উপরেই এই দাম বাড়ার প্রক্রিয়া কার্যকর হবে। হিরো স্প্লেন্ডার, হিরো প্যাশন এবং হিরো গ্ল্যামার এই স্কুটারের উপরেও বর্ধিত দাম কার্যকর হবে।
কত দাম বাড়বে
হিরো মোটোকর্প তার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ১৫০০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে বাইক-স্কুটারের। তবে সব মডেলের দাম একইভাবে বাড়বে না। প্রেস বিজ্ঞপ্তিতে কেন এই দাম বাড়ানো হচ্ছে তাঁর কারণও বিশ্লেষণ করেছে হিরো মোটোকর্প। ইনপুট কস্ট বেড়ে গিয়েছে সংস্থার আর তাই এই সংস্থা তার বাইক-স্কুটারের দাম বাড়াতে বাধ্য হয়েছে।
দেশে ও দুনিয়ায় পরিচিত নাম হিরো মোটোকর্প
দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে সারা দুনিয়াতেই দু-চাকার গাড়ি নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত হিরো মোটোকর্প। ভারতের বাজারেও গাড়িপ্রেমীদের মধ্যে হিরোর মডেলগুলি বেশ জনপ্রিয়। বিগত বছরের তুলনায় ২০২৪ সালের মে মাসে এই সংস্থার বিক্রি ৭ শতাংশ কমে গিয়েছে। এই বছর মে মাসে হিরো মোটোকর্পের গাড়ি বিক্রি হয়েছে ৪,৭৯,১৪৫ ইউনিট, ২০২৩ সালে যেখানে গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৫,০৮,৩০৯ ইউনিট।
তবে এই বছর বেড়েছে বিদেশের বাজারে গাড়ি বিক্রির অঙ্ক। গত বছর ২০২৩ সালে হিরো যেখানে মে মাসে ১১,১৬৫ ইউনিট গাড়ি বিক্রি করেছিল, সেখানে এই বছর মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৮,৬৭৩ ইউনিট।
আগামী ১ জুলাই থেকেই বাড়বে দাম
আগামী ১ জুলাই থেকেই দাম বাড়তে চলেছে হিরোর বাইক ও স্কুটারের। ফলে যারা হিরোর বাইক বা স্কুটার কেনার পরিকল্পনা করছিলেন, তাদের এই মাসেই তা কিনে ফেলতে হবে যাতে পরে বেশি খরচ করতে না হয়। এখনকার বাজারে হিরোর ডেস্টিনি আর প্লেজার প্লাস এই দুটি মডেল খুবই জনপ্রিয়। আর দেশের মধ্যে জনপ্রিয়তার নিরিখে সবথেকে উপরে আছে হিরো স্প্লেন্ডার।
আরও পড়ুন: Bajaj CNG Bike: সিএনজি বাইক আনছে বাজাজ, কত দাম হতে পারে ? মাইলেজ কত দেবে ?