Electric Scooter: লঞ্চ হল হিরো'র প্রথম ইলেকট্রিক স্কুটার Vida Plus, অক্টোবর থেকে শুরু বুকিং
Vida Plus: হিরো মোটো তাদের Vida Plus মডেল নিয়ে ইলেকট্রিক স্কুটারের জগতে ডেবিউ করেছে। এই ইলেকট্রিক স্কুটারের দাম ১,৪৫,০০০ টাকা।
![Electric Scooter: লঞ্চ হল হিরো'র প্রথম ইলেকট্রিক স্কুটার Vida Plus, অক্টোবর থেকে শুরু বুকিং Hero's First Electric Scooter Hero Vida Launched, Bookings to Begin From October 10 know in details Electric Scooter: লঞ্চ হল হিরো'র প্রথম ইলেকট্রিক স্কুটার Vida Plus, অক্টোবর থেকে শুরু বুকিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/08/3484e0c954f8ad7eb4206792c5b854971665225525356485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Hero Electric Scooter: হিরো কোম্পানির প্রথম ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ হয়েছে। সেলসের নিরিখে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল (Hero Moto) নির্মাণকারী সংস্থা ভারতের হিরো মোটো। এই কোম্পানিই এবার তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বিশ্বের দরবারে। সারা বিশ্বেই এমনকি ভারতেও এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে। আর সেই কারণেই এবার ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় ডেবিউ করেছে হিরো সংস্থা। জয়পুরে একটি লঞ্চ ইভেন্টে প্রকাশ্যে এসেছে হিরো মোটো- র এই নতুন ইলেকট্রিক স্কুটার। দেশে ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইকের বিক্রি বাড়াতে চায় ভারত। দু’চাকার যান বিক্রির ক্ষেত্রে মোট বিক্রির পরিমাণের ৮০ শতাংশ ইলেকট্রিক স্কুটার ও ইলেকট্রিক বাইক বিক্রি করতে চায় ভারত। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় দেশ।
হিরো মোটো তাদের Vida Plus মডেল নিয়ে ইলেকট্রিক স্কুটারের জগতে ডেবিউ করেছে। এই ইলেকট্রিক স্কুটারের দাম ১,৪৫,০০০ টাকা। ভারতে এ যাবৎ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে তার তুলনায় এই ইলেকট্রিক স্কুটারের দাম অনেকটাই বেশি। একবার চার্জ দিলে ১৪৩ কিলোমিটার সফর করতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। এটিই সর্বনিম্ন রেঞ্জ। Ather সংস্থার ইলেকট্রিক স্কুটারেও এই রেঞ্জ পাওয়া যাবে।
ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করেছে হিরো সংস্থা। সেপ্টেম্বর মাসে হিরো কোম্পানি জানিয়েছিল যে $60 million- ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা ক্যালিফোর্নিয়ার Zero Motorcycles- এ বিনিয়োগ করেছে তারা। একসঙ্গে যৌথ উদ্যোগে ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাণ করবে বলেই এই বিনিয়োগ করা হয়েছিল। এরপর হিরো মোটো সংস্থা জানিয়েছিল যে তারা $56 million- ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিল Ather স্টার্টআপে। আর ২০২১ সালে হিরো মোটো জুটি বেঁধেছিল তাইওয়ানের Gogoro সংস্থার সংস্থার সঙ্গে। ভাল ব্যাটারি পরিকাঠামোর জন্য এই চুক্তি করা হয়েছে।
আগামী ১০ অক্টোবর থেকে হিরো মোটো সংস্থা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ভিদা প্লাস মডেলের জন্য ১০ অক্টোবর থেকে বুকিং নেওয়া শুরু করবে। আর ডেলিভারি শুরু হবে ডিসেম্বর মাস থেকে। ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমশ বাড়ছে। পরিবেশ দূষণ কমানোর জন্য পেট্রল, ডিজেলের পরিবর্তে ইলেকট্রিক স্কুটার অর্থাৎ ব্যাটারিচালিত যানেই ভরসা রাখছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই একাধিক কোম্পানি ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এবার সেই তালিকাতেই নাম লিখিয়েছে হিরো মোটো কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটার।
আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির ইনফিনিক্সের নতুন ৫জি ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)