Most preferred Car Colour: গাড়ির কোন রং পছন্দের তালিকায় শীর্ষে? আপনার সঙ্গে মিলছে?
Holi 2024:যাঁরা নতুন গাড়ি কিনছেন তাঁদের ক্ষেত্রেও গাড়ির রং -বাছাইয়ে বদল দেখা যাচ্ছে।
সোমনাথ চট্টোপাধ্যায়: যখন ট্রেন্ড বদল হতে থাকে। সেই অনুযায়ী বদলে যেতে থাকে গ্রাহকদের পছন্দও। একই ছবি দেখা যাচ্ছে গাড়ির বাজারেও। ভারতের (Indian Car Market) ক্ষেত্রেও যাঁরা নতুন গাড়ি কিনছেন তাঁদের ক্ষেত্রেও গাড়ির (Car Colour) রং -বাছাইয়ে এমন বদল দেখা যাচ্ছে।
গাড়ির রং বাছাইয়ের ক্ষেত্রে ইদানিং ক্রেতাদের পছন্দের বেশ কিছু বদল লক্ষ্য করা যাচ্ছে। শুধু রংই নয়, রঙের শেড নিয়ে অন্যরকম পছন্দ দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে।
কোন রং সবচেয়ে বেশি পছন্দ করছেন ক্রেতারা?
এখনও যা দেখা যাচ্ছে তাতে নতুন গাড়ি যাঁরা কিনছেন তাঁদের পছন্দের তালিকায় একেবারে প্রথমে থাকছে সাদা রং। এই রং বাছাইয়ের ক্ষেত্রে একাধিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। লাক্সারি কার ও এসইউভি- সেগমেন্ট- যা এখন ভারতে বাজার বাড়াচ্ছে- সেখানেও পছন্দের রঙের তালিকায় প্রথমে রয়েছে সাদা।
বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যেখানে গ্রাহকরা কালো বা Grey-শেডের অ্য়াক্রোমাটিক রং পছন্দ করতেন সেখান থেকে কিছুটা বদল হয়েছে। গোটা বাজারের নিরিখে এই ধরনের পছন্দ যদিও এখনও অধিকাংশ, তবুও অন্য রঙের প্রতিও ঝুঁকছেন ক্রেতারা।
গাড়িতে ক্রোমাটিক রং এবং আরও নানা ধরনের রং এখন পছন্দ করছেন ক্রেতারা। এটাও ঠিক যে এখন বাজারে বিভিন্ন রঙের গাড়ি আনছে গাড়ি প্রস্ততকারক সংস্থাগুলি। নীল ও লাল রঙের বিভিন্ন শেডের গাড়ি আনছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। কালোর পরেই সবচেয়ে পছন্দের রঙের তালিকায় আসে নীল- SUV এবং লাক্সারি গাড়ির ক্ষেত্রে এই রং পছন্দ করছেন ক্রেতারা।
স্পেশাল এডিশনে নজর:
ইদানিং একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি স্পেশাল এডিশন বাজারে আনছে, যা নিয়ে উৎসাহ দেখাচ্ছেন ক্রেতারাও। মূলত কালো রঙের উপর ভিত্তি করেই আসছে এই স্পেশাল এডিশনগুলি।
পাশাপাশি বেশ কিছু SUV-এর ক্ষেত্রে সবুজ রঙকেও প্রাধান্য দিতে দেখা যাচ্ছে ইদানিং। এই ক্ষেত্রে এখন যা রং আসছে তার মধ্য়ে সবচেয়ে কম পছন্দের সোনালি রং। রুপোলি রং-ও পছন্দের তালিকায় নেমে গিয়েছে।
এখন নতুন রঙের মধ্যে নীল, কালো এবং কালো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। যদিও সবক্ষেত্র মিলিয়ে দেখলে সাদা রং সবার উপরে রয়েছে।
এখন গাড়ির রং, ডিজাইনেও নানা রকম প্রাধান্য দিচ্ছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। বিশেষ বিশেষ মডেলের ক্ষেত্রে বিশেষ বিশেষ রঙ আনা হচ্ছে।
আরও পড়ুন: এপ্রিলের শুরুতেই রাজ্যে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী