Honda Scooter: বাজারে দারুণ চাহিদা এই স্কুটারের, এক মাসেই বিক্রি ২ লাখেরও বেশি মডেল
Honda Activa Scooter: এই বছর শুধু অগাস্ট মাসেই হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের ২ লক্ষ ২৭ হাজার ৪৫৮ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর ২০২৩-এ এই স্কুটার বিক্রি (Honda Scooters) হয়েছিল ২ লক্ষ ১৪ হাজার ৮৭২ ইউনিট।
Honda Activa Scooter: আরও একবার ভারতের বাজারে বেস্টসেলার স্কুটারের জায়গা অর্জন করল হোন্ডা অ্যাক্টিভার এই স্কুটার। দেশের মধ্যে বিক্রির নিরিখে শীর্ষস্থানে উঠে এল এই স্কুটারের নাম। অগাস্ট মাসের পরিসংখ্যান (Honda Activa) অনুযায়ী দেশে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই স্কুটার। এই বছর শুধু অগাস্ট মাসেই হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের ২ লক্ষ ২৭ হাজার ৪৫৮ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর ২০২৩-এ এই স্কুটার বিক্রি (Honda Scooters) হয়েছিল ২ লক্ষ ১৪ হাজার ৮৭২ ইউনিট। এই পরিসংখ্যান দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ভারতে হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে এবং স্কুটারপ্রেমীদের মধ্যে এর আকর্ষণ আরও বাড়ছে।
বিভিন্ন কারণে হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের চাহিদা বেড়েছে। এই স্কুটারের সাশ্রয়ী দাম, আরামদায়ক রাইডিং এবং দারুণ জ্বালানি সাশ্রয়ী ফিচার্স একে অন্য সমস্ত স্কুটারের থেকে আলাদা করেছে। হোন্ডার সার্ভিস নেটওয়ার্কও স্কুটারপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়ার অন্যতম একটি কারণ। খুব দ্রুত ও দক্ষ এই সংস্থা সার্ভিসিং, যে কোনও প্রান্ত থেকে যে কোনও সময়ে হোন্ডার সার্ভিসিং পাওয়া যায়।
অন্যান্য স্কুটারের কেমন বিক্রি
হোন্ডা অ্যাক্টিভার পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে টিভিএস জুপিটার, অগাস্টে এই স্কুটার বিক্রি হয়েছে ৮৯,৩২৭ ইউনিট। এই সংস্থার বার্ষিক বৃদ্ধি হয়েছে ২৭.৪৯ শতাংশ, এর ফলে বোঝাই যায় হোন্ডার মতই টিভিএস জুপিটার স্কুটারও বাজারে বেশ চাহিদার। গাড়ির স্পেস ও আরামদায়ক জার্নি টিভিএস জুপিটারকে অনন্য বিকল্প করে তুলেছে। এর সঙ্গে সঙ্গে এই স্কুটারের স্টাইলিশ লুক, বিভিন্ন রঙের ভ্যারিয়ান্টের উপলব্ধতা, এর বিক্রি বাড়ার অন্যতম কারণ।
বিক্রির নিরিখে দেশের সেরা স্কুটারের তালিকায় তৃতীয় স্থানে আছে সুজুকি অ্যাক্সেস স্কুটার যা অগাস্টে মোট ৬২,৪৩৩ ইউনিট বিক্রি হয়েছে। বার্ষিক বৃদ্ধি হয়েছে ১৬.৩৭ শতাংশ। টিভিএস এনটর্ক স্কুটারের পারফরম্যান্সও ভাল। ৩.৩৩ শতাংশ বেড়ে এর বিক্রি দাঁড়িয়েছে ৩৩,২০১ ইউনিটে।
বিক্রির তালিকায় জুড়ে যাবে এই স্কুটারগুলির নামও
গত মাসে ভারতের বাজারে ২৭,৫১৭ ইউনিট বিক্রি হয়েছে ওলা ইলেকট্রিকের এস ওয়ান প্রো মডেলটি, ৪৬.৭৬ শতাংশ বেড়েছে এর বিক্রি। ওলা এস ওয়ানের বৈদ্যুতিন প্রযুক্তি, আধুনিক ফিচার্স সমস্ত তরুণ বাইক-স্কুটারপ্রেমীদের আকৃষ্ট করছে। এর টপ স্পিড এবং স্মার্ট ফিচার একে আকর্ষণীয় করে তুলেছে। ওলার অনলাইন সেলস মডেলও অনেকক্ষেত্রেই গ্রাহকদের পছন্দ হচ্ছে।
সাত নম্বরে আছে টিভিএস আইকিউবের নাম। গত মাসে এই বাইকের ২৪,১৮১ ইউনিট বিক্রি হয়েছে, তারপর আসে বাজাজ চেতকের নাম যা কিনা বিক্রি হয়েছে ২১,৭৫৬ ইউনিট। বার্ষিক ১৭০ শতাংশ বেড়েছে এই বাইকের বিক্রি। ক্লাসিক ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিন এই স্কুটারের অন্যতম ইউএসপি।
আরও পড়ুন: Bank Holiday: অক্টোবরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি রয়েছে ?