Honda Amaze: ১ লিটার পেট্রোলে ছুটবে প্রায় ২০ কিমি, দুর্দান্ত লুকে বাজারে এল হোন্ডা অ্যামেজ- কত দামে পাবেন ?
Honda Amaze Updated 2024 Launched: হোন্ডা অ্যামেজ লুক ও ডিজাইনের দিক থেকে বেশ আপডেটেড। সংস্থার পক্ষ থেকে গাড়ি ডাইমনেশনও বদলে দেওয়া হয়েছে অনেকটাই।
Honda Cars: ভারতে গাড়িপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হোন্ডার গাড়িগুলি। আর এবার হোন্ডা ভারতের বাজারে নিয়ে এল হোন্ডা অ্যামেজ-এর (Honda Amaze) একটি আপডেটেড ভার্সন। দুরন্ত লুকের এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৭.৯৯ লাখ টাকা থেকে। এই আপডেটেড সেডানটি ৩টি ভ্যারিয়ান্ট ও একটি পেট্রোল ইঞ্জিনের (Honda Cars) বিকল্পে উপলব্ধ রয়েছে। হোন্ডা এই গাড়িতে রেখেছে অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা এডিএএসের মত ফিচার্সও।
হোন্ডা অ্যামেজের অটোমেটিক সিভিটি ভ্যারিয়ান্টের দাম ৯.১৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে এবং এই গাড়ির টপ এন্ড মডেলের দাম রয়েছে ১০.৮৯ লক্ষ টাকা। এতে আপনি ৬টি রঙ এবং তিনটি ফিচার্সের আলাদা আলাদা ভ্যারিয়ান্ট দেখতে পাবেন। নতুন জেনারেশনের হোন্ডা অ্যামেজ সিটি প্ল্যাটফর্মের উপরেই গড়ে উঠেছে। অন্যদিকে এর স্টাইলিংও এলিভেট এবং সিটি দ্বারা অনেকটাই প্রভাবিত।
Honda Amaze-এর লুক ও ডিজাইন
হোন্ডা অ্যামেজ লুক ও ডিজাইনের দিক থেকে বেশ আপডেটেড। সংস্থার পক্ষ থেকে গাড়ি ডাইমনেশনও বদলে দেওয়া হয়েছে অনেকটাই। আগের প্রজন্মের গাড়ির থেকে এই নতুন হোন্ডা অ্যামেজ অনেকটাই আলাদা এবং বেশি চওড়া। হোন্ডা অ্যামেজে আপনি ৪১৬ লিটারের টপ ক্লাস বুট স্পেস পাবেন। পাওয়ারট্রেনের কথা বলতে হলে নতুন জেনারেশনের হোন্ডা অ্যামেজে ১.২ লিটারের ৪ সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৯০ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িটি ই২০ ফুয়েলে চলবে এবং ম্যানুয়াল ট্রান্সমিশন ছাড়াও এটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে চালু করা হয়েছে।
কত মাইলেজ পাওয়া যাবে
হোন্ডা অ্যামেজে ম্যানুয়াল ভ্যারিয়ান্ট কিনলে আপনি এক লিটার পেট্রোলে যেতে পারবেন ১৮.৬৫ কিমি এবং অটোমেটিক ভ্যারিয়ান্টে ১৯.৪৬ কিমি প্রতি লিটার পেট্রোলে যাওয়া যাবে। দুরন্ত মাইলেজ মিলবে এই গাড়িতে। হোন্ডা অ্যামেজের ইন্টিরিয়রেও বড় বদল করা হয়েছে। গাড়িতে থাকছে ৮ ইঞ্চির ফ্লোটিং ইনফোটেনমেন্ট সিস্টেম সহ ৭ ইঞ্চির একটি পৃথক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে-র সুবিধেও রয়েছে এই গাড়িতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Petrol Cost: গাড়িতে পেট্রোল ডিজেল ভরাতে কত টাকা পান মন্ত্রী বা বিধায়করা ? কী রয়েছে নিয়ম ?