Petrol Cost: গাড়িতে পেট্রোল ডিজেল ভরাতে কত টাকা পান মন্ত্রী বা বিধায়করা ? কী রয়েছে নিয়ম ?
Fuel Allowances: ভারতে রাজ্য ও কেন্দ্র সরকার মন্ত্রী-বিধায়কদের নানারকম ভাতা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম ভাতা হল গাড়ির জন্য খরচ, যে গাড়ি সরকারি কাজের জন্যই মূলত ব্যবহৃত হয়ে থাকে।
Minister MLA Allowances: ভারতে মন্ত্রী কিংবা বিধায়করা আদপে জনগণের প্রতিনিধিস্থানীয়। সরকারের পক্ষ থেকে তাদের কাজের জন্য বেশ কিছু ভাতা দেওয়া হয়ে থাকে মন্ত্রী-বিধায়কদের। এগুলির মধ্যে একটি অন্যতম হল গাড়ির তেল ভরানোর (Fuel Allowance) খরচ। মূলত সরকারি গাড়িই ব্যবহার করে থাকেন মন্ত্রী বিধায়করা, কিন্তু সেই গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরানোর (Petrol Cost) জন্য কত টাকা ভাতা পান তারা ?
মন্ত্রী ও বিধায়করা পান এই সমস্ত ভাতা
ভারতে রাজ্য ও কেন্দ্র সরকার মন্ত্রী-বিধায়কদের নানারকম ভাতা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম ভাতা হল গাড়ির জন্য খরচ, যে গাড়ি সরকারি কাজের জন্যই মূলত ব্যবহৃত হয়ে থাকে। প্রত্যেক মন্ত্রী ও বিধায়কদের সরকারের পক্ষ থেকে সরকারি গাড়ি দেওয়া হয়। আর এই গাড়ি সমস্ত খরচই বহন করে সরকার। শুধু তাই নয়, সেই গাড়ি চালানোর জন্য যে পেট্রোল ডিজেল ভরাতে হয় তার খরচও জোগান দেয় সরকার।
পেট্রোল ডিজেলের খরচের জন্য ভাতা
পেট্রোল এবং ডিজেল ভরানোর জন্য বিধায়ক মন্ত্রীদের কত ভাতা দেওয়া হবে তা নির্ভর করে সেই রাজ্যের নিয়ম-নীতির উপরে। প্রতি বছর এই অঙ্ক নির্দিষ্ট করে দেওয়া হয়। এছাড়াও প্রতিটি রাজ্যের আইনসভা বা মন্ত্রক তাদের নিজস্ব স্তরে সিদ্ধান্ত নেয় যে বিধায়ক ও মন্ত্রীদের বার্ষিক কত টাকা করে পেট্রোল ও ডিজেলের জন্য ভাতা দেওয়া হবে।
যেমন কিছু কিছু রাজ্যে প্রত্যেক মন্ত্রী বা বিধায়ককে পেট্রোল বা ডিজেলের জন্য প্রতি মাসে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা দেওয়া হয়ে থাকে। কিছু কিছু রাজ্যে এই অঙ্কটি বেশি হতে পারে। এছাড়াও কিছু কিছু আরও সুবিধে পেয়ে থাকেন মন্ত্রী বিধায়করা। তবে মন্ত্রী বা বিধায়করা তাদের গাড়ির তেল ভরাতে পারবেন কেবলমাত্র সরকারি পেট্রোল পাম্প থেকেই।
কীভাবে দেওয়া হয় এই ভাতা
পেট্রোল ডিজেলের ভাতা দেওয়া হয় মূলত প্রতি মাসে বা প্রতি বছরে একবার করে। এই টাকা মূলত সরকারি কাজে অফিসে যাতায়াত, অন্য সরকারি কাজের জন্য ব্যবহার করতে হয়। এই গাড়ি ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, এই নিয়মের অপব্যবহারের জন্য শাস্তির বিধানও রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।