(Source: ECI/ABP News/ABP Majha)
Kawasaki W175: ভারতে হাজির কাওয়াসাকি-র সবচেয়ে সস্তা বাইক Kawasaki W175, দাম কত
Most Affordable Kawasaki Bike: স্ট্যান্ডার্ড এবং স্পেশাল এডিশনে লঞ্চ হয়েছে কাওয়াসাকি-র নতুন বাইক।
Kawasaki Bike: কাওয়াসাকি- র নতুন বাইক লঞ্চ হয়েছে ভারতে। বলা হচ্ছে, Kawasaki W175 সবচেয়ে সস্তার কাওয়াসাকি বাইক। জানা গিয়েছে, Kawasaki W175 বাইকের দাম ১,৪৭,০০০ টাকা। এতদিন কাওয়াসাকির যত বাইক ভারতে লঞ্চ হয়েছে তার মধ্যে Kawasaki W175 মডেলই সবচেয়ে সস্তা। এই বাইকের ডেলিভারি শুরু হবে ডিসেম্বর মাস থেকে। এই বাইকের স্পেশাল এডিশন মডেলের দাম কিছুটা বেশি, ১.৪৯ লক্ষ টাকা।
Kawasaki W175 বাইক একটি রেট্রো থিমের মোটরসাইকেল। রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ কিংবা TVS Ronin- এই জাতীয় বাইকের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় সামিল হতে পারে Kawasaki W175 বাইক। এবার দেখে নেওয়া যাক কাওয়াসাকি- র এই সস্তা বাইকের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।
ইঞ্জিন
Kawasaki W175 বাইকের রয়েছে একটি ১৭৭ সিসি- র ইঞ্জিন। এটি একটি air cooled ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে 12.8bhp এবং 13.2Nm peak torque উৎপন্ন হবে। Kawasaki W175 বাইকের এই ইঞ্জিন হল সিঙ্গল সিলিন্ডার। এছাড়াও রয়েছে ৫ স্পিডের গিয়ারবক্স। কাওয়াসাকি- র এই বাইকের ভারতীয় ভ্যারিয়েন্টে রয়েছে ফুয়েন ইনজেকটেড ভার্সান। তবে ইঞ্জিনের এই স্পেশাল ফিচার carbureted নয়।
লুক অ্যান্ড ডিজাইন
ডিজাইনের দিক থেকে কাওয়াসাকি- র এই মডেলকে অনায়াসেই old-school naked মোটরসাইকেল বলা যায়। এছাড়াও রয়েছে রেট্রো লুক অ্যান্ড ফিল। তার সঙ্গে অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ক্লাসিক ডিজাইনও রয়েছে Kawasaki W175 বাইকে। টেকনিকাল ফিচারের তুলনায় বেশি জোর দেওয়া হয়েছে ডিজাইনের উপর। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের উপর দেখা যাবে W ব্র্যান্ডিং। এছাড়াও রয়েছে গোলাকার হেডল্যাম্প এবং wire spoke wheels।
চালকের সুবিধা
কাওয়াসাকি- র এই বাইকে একগুচ্ছ ফিচার নেই ঠিকই, কিন্তু এর হাল্কা ওজনের কারণে চালাতে খুবই সুবিধা হবে। খুব শক্তিশালী ইঞ্জিন না থাকার পরেও দারুণ পারফরম্যান্স দিতে পারবে এই বাইক। দাম কমানোর জন্য এই বাইকে কিছু ফিচার বাদ দেওয়া হয়েছে। যেমন Kawasaki W175 বাইকে কোনও রেয়ার ডিস্ক ব্রেক কিংবা LED লাইট নেই।
অন্যান্য বৈশিষ্ট্য
কাওয়াসাকি- র এই বাইকে রয়েছে ১৬৫ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ভারতে কাওয়াসাকি W সিরিজের দ্বিতীয় বাইক হিসেবে Kawasaki W175 মডেল লঞ্চ করেছে। চালকদের রেট্রো ফিলিংসের সঙ্গে সাবলীল এবং সহজ সরল রাইডিং এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টাতেই রয়েছে এই বাইক।
রঙের অপশন
দুটো রঙে Kawasaki W175 মডেল লঞ্চ হয়েছে। একটি বাইকের রঙ Ebony। অন্য রঙটি হল লাল। স্ট্যান্ডার্ড এবং স্পেশাল- এই দুই এডিশনে লঞ্চ হয়েছে কাওয়াসাকি- র নতুন বাইক।
আরও পড়ুন- টিভিএস- এর নতুন বাইক Ronin আসলে কেমন? কোথায়-কোন পরিবেশে চালাতে পারবেন