Soumitrisha Kundoo: বিয়েবাড়িতে খুন, হাতিয়ার চুলের কাঁটা! এ কোন রহস্যে জড়ালেন সৌমিতৃষা?
Soumitrisha Kundoo Web Series: সিরিজের প্রথমেই দেখা যায়, বনেদি বাড়িতে বধূ হয়ে আসে সৌমিতৃষা। কিন্তু এসেই সে বুঝতে পারে, তাঁর স্বামীর অন্য সম্পর্ক রয়েছে
কলকাতা: সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) মানেই কি শুধু মিষ্টি অভিনয় আর মন জয় করা হাসি? তা বোধহয় নয়। এবার একেবারে অন্যরকম চরিত্রে, রহস্য গল্প নিয়ে আসছেন তিনি। সদ্য মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ 'কালরাত্রি' (Kaalratri)-র ট্রেলার। আর সেখানেই একেবারে অন্যভাবে ধরা দিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এটাই তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ। আর এই সিরিজে তাঁকে প্রথম থেকেই দেখা যাবে বধূবেশে। একটি বিয়ে নিয়েই শুরু হবে সিরিজের গল্প। কিন্তু সেই বিয়েবাড়িতেই হঠাৎ হয়ে যায় একটা খুন। আর তারপরেই বনেদি বাড়িতে ঘনিয়ে আসে রহস্য।
সিরিজের প্রথমেই দেখা যায়, বনেদি বাড়িতে বধূ হয়ে আসে সৌমিতৃষা। কিন্তু এসেই সে বুঝতে পারে, তাঁর স্বামীর অন্য সম্পর্ক রয়েছে। কালরাত্রি-র দিন খুন হয়ে যায় তাঁর স্বামী। আর তারপরেই ঘুরে যায় তাঁর জীবনের মোড়। বাড়ির প্রত্যেকটা মানুষই যেন রহস্যময়। সবাই যেন কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে। পরিচারিকা বলছেন, বাড়ির প্রত্যেকেই নাকি খুন করতে পারেন। সত্যিটা কী? সেই রহস্য কী খুঁজে বের করতে পারবেন সৌমিতৃষা? সেই গল্পই দেখা যাবে 'কালরাত্রি'-তে।
এই ওয়েব সিরিজটি নিয়ে সৌমিতৃষা বলছেন, 'আমি এমনই একটা সিরিজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যেহেতু এটা থ্রিলার, তাই সিরিজটায় অনেক জায়গা রয়েছে অভিনয়ের। আমায় নিজেকে ভাঙতে হয়েছে। দর্শকেরা এমন চরিত্রে আমায় আগে কখনও দেখেননি। আশা করি দর্শকদের সিরিজটা ভাল লাগবে।' সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলারটি শেয়ার করে নিয়ে লেখা হয়েছে, 'সানাইয়ের পরিবর্তে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ, আর উলুর পরিবর্তে চিৎকার! আলতার বদলে আছে রক্ত, আর আত্মীয়দের মধ্যে রহস্য! দেবীর অশুভ বিবাহতে আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে।'
প্রসঙ্গত এর আগে 'প্রধান' ছবিতে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। দেবের নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Rituparna Sengupta: 'তুমি খুব বড় হিরোইন বা সেলিব্রিটি হয়ে যাওনি', ঋতুপর্ণাকে সবসময়ে বলতেন মা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।