EV Policy 2025: বৈদ্যুতিন গাড়িতে ১৫ শতাংশ ভর্তুকি, এক টাকাও টোল দিতে হবে না ! নয়া নীতি জারি এই রাজ্যে
Maharashtra EV Policy 2025: এই নীতির অধীনে ২০৩০ সাল পর্যন্ত যে সমস্ত ব্যক্তি ইভি কিনবেন তাদের ভর্তুকি বা ছাড় দেওয়া হবে গাড়ির দামে। শুধু তাই নয়, টোল ট্যাক্সও দিতে হবে না।

মহারাষ্ট্র: সম্প্রতি মহারাষ্ট্রে চালু হল নয়া ইভি নীতি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন ইভি নীতি (EV Policy 2025) অনুমোদিত হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে যে এই নীতিটি ২০৩০ সাল পর্যন্ত বৈধ থাকবে। এই খাতে সরকারের পক্ষ থেকে ১৯৯৩ কোটি টাকা বরাদ্দ করা হবে।
বৈঠকের পরে সংবাদমাধ্যমকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, 'রাজ্য সরকার একটি নতুন বৈদ্যুতিন যানবাহন নীতি অনুমোদন করেছে (EV Policy 2025) যার অধীনে যাত্রীবাহী বৈদ্যুতিন গাড়িগুলিকে ভর্তুকি দেওয়া হবে। বৈদ্যুতিন গাড়ি নির্মাণ এবং এগুলির ব্যবহার এর মাধ্যমে রাজ্যে আরও বেড়ে যাবে।' শুধু তাই নয়, তাঁর কথায় রাজ্যে ইভির জন্য চার্জিং পরিকাঠামোও আরও উন্নত করা হবে এই নয়া নীতির অধীনে। জাতীয় সড়কগুলিতে ২৫ কিমি অন্তর অন্তর চার্জিং স্টেশন থাকবে বলে জানানো হয়েছে।
এই নীতির অধীনে ২০৩০ সাল পর্যন্ত যে সমস্ত ব্যক্তি ইভি কিনবেন তাদের ভর্তুকি বা ছাড় দেওয়ার মাধ্যমে রাজ্যে তথা দেশে ক্লিন মোবিলিটি ট্রানজিশন মডেলের বাস্তুবায়নের (EV Policy 2025) কথাও ভেবে দেখছে মহারাষ্ট্র সরকার। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বৈদ্যুতিন দুই চাকা ও তিন চাকার গাড়ি, ব্যক্তিগত চার চাকার গাড়ি, রাজ্য পরিবহন দফতরের বাস, বেসরকারি বাস সমস্ত যানবাহনের জন্য মূল দামের থেকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। বৈদ্যুতিন পণ্যবাহী তিন চাকার ও চার চাকার গাড়ির ক্ষেত্রে, বৈদ্যুতিন ট্রাকটরের ক্ষেত্রে কেনার সময় মূল দামে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে বলেই জানানো হয়েছে। এমনকী এই নীতির অধীনে সমস্ত বৈদ্যুতিন যানবাহনের রেজিস্ট্রেশন ফি-ও মকুব করে দেওয়া হবে।
এখানেই শেষ নয়, মহারাষ্ট্র সরকার জানিয়েছে এই নতুন ইভি নীতির অধীনে চার চাকার বৈদ্যুতিন গাড়ির জন্য টোল ট্যাক্স দিতে হবে না। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে, অটল সেতু, সমৃদ্ধি মহামার্গ এই রাস্তা দিয়ে যে সমস্ত বৈদ্যুতিন বাস যাবে সেগুলিকেও কোনও টোল দিতে হবে না। রাজ্য ও অন্যান্য জাতীয় সড়কে চলাচলের ক্ষেত্রে এই যানবাহনগুলিকে মাত্র ৫০ শতাংশ টোল ট্যাক্স দিতে হবে। অর্থাৎ টোলের অঙ্ক অর্ধেক হয়ে করে দেওয়া হয়েছে নতুন ইভি নীতিতে।
দিল্লি সরকারও বৈদ্যুতিন গাড়ি ও টু-হুইলার নিয়ে নয়া নীতি আনতে চলেছে আর এই নীতির খসড়া অনুসারে জানা যাচ্ছে আগামী ২০২৬ সাল থেকে দিল্লির রাস্তায় আর কোনও পেট্রোল বা সিএনজি বাইক-স্কুটার চালানো যাবে না।






















