Maruti Cars: সুইফটের ফিচার্সকেও ছাপিয়ে যাবে ডিজায়ার ? কী জানাল সংস্থা ?
Maruti Dzire: মারুতির সুইফটের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে আসছে মারুতি ডিজায়ার। ফিচার্সের দিক থেকেও বাড়তি কিছু থাকছে ডিজায়ারে।
সোমনাথ চট্টোপাধ্যায়: নতুন মডেলের সুইফট (Maruti Swift) আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে। আর কয়েক মাসের অপেক্ষা আর এই নতুন সুইফটের পরেই ভারতের বাজার কাঁপাবে অভিনব মারুতি ডিজায়ার। সুইফট আর এর সেডান গোত্রের অন্য মডেল ডিজায়ার (Maruti Dzire) বহুদিন ধরেই ভারতে সবথেকে বড় বিক্রীত গাড়ির ব্র্যান্ড। দুটি গাড়িই সময়ের সঙ্গে সঙ্গে চাহিদার তুঙ্গে উঠে গিয়েছে। গাড়ির বিক্রিও বেড়ে গিয়েছে সমানতালে। এখন সুইফটের নতুন মডেল যেখানে বাজারে আসতে চলেছে, সেখানে সুইফট এবং ডিজায়ার দুটি মডেলেই যাতে প্রিমিয়াম লুক থাকে, সেই দিকটাতে জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে মারুতি সুজুকির পক্ষ থেকে।
কিছুদিনের মধ্যেই নতুন সুইফট এবং ডিজায়ারের (Maruti Dzire) আপডেটেড ফিচার্স জানানো হবে। এর মধ্যে থাকছে বড় আকারের ফ্লোটিং টাইপ টাচস্ক্রিন, টুগল বেসড কনট্রোলস এবং একটা নতুন সুইচ গিয়ার লে আউট। কানেক্টেড কার টেক, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এই দুটি মডেলেও থাকছে মারুতির ফ্রঙ্কস এবং ব্যালেনো মডেলের মত। যেখানে দুটি গাড়িতেই ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থাকছে, সেখানে ডিজায়ারের আপডেটেড ভার্সনে আরও কিছু ফিচার্স অতিরিক্ত থাকবে যা কিনা সুইফটের (Maruti Swift) থেকে একে আলাদা করবে বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমে যে সমস্ত ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নতুন মারুতি ডিজায়ারের তা থেকেই এই গাড়ির আদল ঠিক কেমন হবে, তা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে।
আমরা আশা করতে পারি, নতুন মারুতি (Maruti Cars) ডিজায়ারে প্রিমিয়াম লুক আনা হচ্ছে, ট্রিমপ্লাস ইন্টিরিয়র ডিজাইনের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন সুইফট স্পোর্টিয়ার অল ব্ল্যাক লুক নিয়ে আসছে বাজারে, যেখানে ডিজায়ারের লুক খানিকটা লাইট শেডের মধ্যে থাকছে।
ফিচার্সের দিক থেকে, মারুতি ডিজায়ারে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা যা সুইফট এবং ডিজায়ারের মধ্যে পার্থক্য করে দিয়েছে। ওভারসীজ এই মডেলে রয়েছে ভেন্টলেটেড সিট, আমরা দেখতে পাব আশা করি এএমটি এবং ম্যানুয়াল ভার্সন আসবে বাজারে। সুইফট এবং ডিজায়ারে দুটি মডেলেই এই ফিচার্স থাকতে চলেছে বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, বছরের শুরুতেই মারুতি সুজুকির তরফে জানা গিয়েছে যে এই সংস্থার সমস্ত গাড়ির (Maruti Suzuki) মডেলের দামই এক হারে ০.৪৫ শতাংশ বাড়ছে। উল্লেখ্য এই বর্ধিত দাম কার্যকর হয়েছে ১৬ জানুয়ারি থেকেই। ২০২৩ সালের শেষ দিক থেকেই মারুতি সুজুকি সংস্থা জানিয়েছিল যে তারা তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদন মূল্য অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন: Upcoming IPO: আইপিও আসছে বাজারে ! দীপাবলীতে কী চমক দেবে হুন্ডাই ?