Maruti Electric Car: ৫০০ কিমি রেঞ্জ দেবে ! ১৮ লাখ থেকে শুরু দাম, কবে বাজারে আসবে মারুতির প্রথম বৈদ্যুতিন গাড়ি ?
Maruti First Electric Car Launch: মারুতির প্রথম বৈদ্যুতিন গাড়ি ই-ভিতারাকে প্রিমিয়াম করে তুলতে সংস্থার তরফ থেকে এই গাড়িতে এলইডি হেডলাইট, ডিআরএল এবং টেলল্যাম্পের মত ফিচার্স সরবরাহ করতে পারে।

Maruti Cars: ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে মারুতি। এই গাড়ির মডেলের নাম মারুতি রেখেছে ই-ভিতারা। জানা যাচ্ছে এই বছরেই অর্থাৎ ২০২৫ সালেই সেপ্টেম্বর মাসে এই গাড়িটি আসতে চলেছে ভারতের বাজারে। তবে সংস্থার তরফে এও জানা গিয়েছে যে এই গাড়িটি তারা বাজারে ই-ভিতারার বদলে ই-এসকুডো নামে আনতে (Maruti Electric Car) পারে। এই এসইউভিটি সারা বিশ্বে ইভিএস কনসেপ্ট হিসেবে চালু করা হয়েছিল এর আগেই। পরে এই মডেলের নাম ই-ভিতারা নিশ্চিত করা হয়। গাড়ির পিছনে ই-এসকুডো ব্যাজটি লক্ষ্য করা গিয়েছে। আর এটিই ভারত ও বিশ্ববাজারের জন্য সম্ভাব্য উৎপাদন নামের ইঙ্গিত দেয়। কী কী ফিচার্স পাবেন এই গাড়িতে ? আর কতই বা দাম রয়েছে ? জেনে নি বিশদে।
মারুতি ই-ভিতারার রেঞ্জ
মারুতির প্রথম বৈদ্যুতিন গাড়ি ই-ভিতারাকে প্রিমিয়াম করে তুলতে সংস্থার তরফ থেকে এই গাড়িতে এলইডি হেডলাইট, ডিআরএল এবং টেলল্যাম্পের মত ফিচার্স সরবরাহ করতে পারে। এই এসইউভিতে আপনি পাচ্ছেন ১৮ ইঞ্চির চাকা, সক্রিয় এয়ার ভেন্ট গ্রিল যা কিনা এয়ারোডায়নামিক দক্ষতা (Maruti Electric Car) বাড়াবে। দুটি ব্যাটারি প্যাক থাকছে এই গাড়িতে। একটি হল ৪৮.৮ কিলোওয়াট আওয়ারের আর অন্যটি হল ৬১.১ কিলোওয়াট আওয়ারের। সংস্থাটি ৫০০ কিমি রেঞ্জ দেওয়ার দাবি করছে এই গাড়ির মডেলে। তবে আসল রেঞ্জ ড্রাইভিং স্টাইল ও ট্রাফিকের উপরে নির্ভর করে।
মারুতি ই-ভিতারার উন্নত সব ফিচার্স
মারুতি ই-ভিতারায় প্যানোরমিক সানরুফ মাল্টিকালারড অ্যাম্বিয়েন্ট লাইটিং আর ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট (Maruti Electric Car) সিস্টেমের মত ডিজিটাল ফিচার্স অন্তর্ভুক্ত থাকবে। এই সিস্টেমটি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করবে। ই-ভিতারায় অনেক সেফটি ফিচার্স থাকবে বলে আশা করা হচ্ছে। গাড়িটিতে লেন কিপ অ্যাসিস্ট আর অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলের মত উন্নত সেফটি ফিচার্স থাকবে। এসইউভিতে ৭টি এয়ারব্যাগের সুবিধে থাকবে, যা চালক ও যাত্রী উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করবে।
মোট ৫টি ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাবে মারুতির এই ই-ভিতারা গাড়ি। এর মধ্যে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প থাকবে। সিগমা ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম হবে ১৮ লক্ষ টাকা আর ডেল্টা ভ্যারিয়ান্টটি আনুমানিক ১৯.৫ লক্ষ টাকার এক্স শোরুম দামে পাওয়া যাবে বলেই জানা গিয়েছে।






















