Maruti Suzuki: মারুতির সবথেকে সস্তা এই গাড়ির দামও বেড়ে গেল ! কত খরচ হবে এবার ?
Maruti Suzuki Alto K10 Price Hike: মারুতি সুজুকি অল্টোর কে১০ মডেলের বেস পেট্রোল ভ্যারিয়ান্টের দাম এক ধাক্কায় ১০ হাজার টাকা বাড়ানো হয়েছে সংস্থার তরফে। সিএনজি ভ্যারিয়ান্টের দামও ১০ হাজার টাকা বেড়েছে।

Maruti Cars: ভারতের বাজারে দারুণ সস্তার গাড়ি ছিল এতদিন মারুতি সুজুকির অল্টো কে ১০। গাড়িটি আকারে একটু ছোট হলেও দামের দিক থেকে খুবই সাশ্রয়ী। বহু ভারতীয়রই এই গাড়িটি বেশ পছন্দের। সম্প্রতি এই সস্তার গাড়িরই দাম বাড়িয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। মারুতির হ্যাচব্যাক মডেলের এমনিতেই বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তবে এখন মারুতি সুজুকি অল্টোর কে১০ (Maruti Suzuki Alto K10) মডেলের দাম কত বাড়ল জেনে নেওয়া যাক।
আগের থেকে কত দাম বাড়ল
মারুতি সুজুকি অল্টোর কে১০ মডেলের বেস পেট্রোল ভ্যারিয়ান্টের দাম এক ধাক্কায় ১০ হাজার টাকা বাড়ানো হয়েছে সংস্থার তরফে। আবার একইসঙ্গে এই গাড়ির সিএনজি ভ্যারিয়ান্টের দামও ১০ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। গত মাসেই মারুতি সুজুকি সংস্থা ঘোষণা করেছিল যে তাদের বিভিন্ন মডেলের গাড়ির দাম ৩৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। আর এবারে মারুতির ভিএক্সআই প্লাস গাড়িটির দাম ১৪ হাজার টাকা বাড়ানো হয়েছে। মারুতির এই সস্তার গাড়ির দাম এখন ৩.৯৯ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ৪.০৯ লক্ষ টাকা।
মারুতি সুজুকি অল্টো কে১০-এ ১ লিটারের ৩ সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৬৬ বিএইচপি শক্তি সহ ৮৯ এনএমের পিক টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে এটি ৫ স্পিডের ম্যানুয়াল বা এএমটি গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত।
মারুতি অল্টো কে১০-এ কত মাইলেজ পাবেন
এই গাড়িতে (Maruti Suzuki Alto K10) সিএনজি বিকল্পও পাওয়া যাবে। সংস্থার মতে গাড়ির পেট্রোল ভ্যারিয়ান্টে প্রতি লিটারে প্রায় ২৫ কিমি মাইলেজ পাওয়া যায়। এই গাড়ির সিএনজি ভ্যারিয়ান্ট ৩৩ কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারে। অর্থাৎ এই গাড়িতে আপনি ১ লিটার তেলে ৩৩ কিমি রাস্তা যেতে পারবেন অনায়াসে।
মারুতি সুজুকি গাড়ির ফিচার্সের কথা বলতে হলে সংস্থা এই গাড়িতে অনেক দুরন্ত ফিচার্স এনে হাজির করেছে। এসি রয়েছে গাড়িতে, সামনে রয়েছে পাওয়ার উইন্ডো, পার্কিং সেন্সর, সেন্ট্রাল কনসোল আর্মরেস্ট, গিয়ার শিফট ইন্ডিকেটর, অ্যাডজাস্টেবল হেডল্যাম্প, হ্যালোজেন হেডল্যাম্প, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেন্ট্রাল লকিং, চাইল্ড সেফটি লক, ডুয়াল এয়ারব্যাগ ইত্যাদি ফিচার্স রয়েছে মারুতির এই গাড়িতে।
আরও পড়ুন: India's Got Latent Row: সময় রায়নার পরে ইউটিউব থেকে সব ভিডিয়ো মুছলেন এই কৌতুকশিল্পীও !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
