Maruti Suzuki: ২.৫ লক্ষ টাকা ছাড় মিলছে মারুতির এই দুর্ধর্ষ মডেলে, কীভাবে হবে বুকিং ?
Maruti Car Discount: মারুতি সুজুকি এবার তাঁর জিমনি মডেলগুলিকে কারখানা থেকে খালি করতে চাইছে। আর তাই ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে সংস্থা। গত মাসেও ছাড় ছিল এই মডেলে।
Maruti Jimny Discount: ২০২৩ সালের জুন মাসে ভারতের বাজারে এসেছিল মারুতি সুজুকির জিমনি মডেলটি। ৫ ডোরের এই মডেল সাড়া ফেলেছিল বাজারে। সেই সময় থেকেই ক্রেতা আকর্ষণের ক্ষেত্রে শীর্ষে ছিল এই মারুতি জিমনি (Maruti Suzuki Jimny)। তবে এই বছর মে মাসে শুধুমাত্র ২৭৫টি জিমনি মডেল বিক্রি হয়েছে মারুতি সুজুকির। আর তাই এবারে আরও ছাড় নিয়ে আসছে মারুতি সুজুকি। জুলাই মাসে কেউ যদি এই গাড়ি কেনেন, তাহলে তিনি পাবেন সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকার ছাড়। তবে এটি কোনও ভুয়ো অফার নয়, মারুতি সুজুকি (Maruti Suzuki Car Discount) নিজেই এই অফার চালু করেছে। সারা জুলাই মাস ধরে চলবে এই সুযোগ।
মারুতি সুজুকি এবার তাঁর জিমনি মডেলগুলিকে কারখানা থেকে খালি করতে চাইছে। আর তাই ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে সংস্থা। গত মাসেও ছাড় ছিল এই মডেলে। জুন মাসে মারুতি সুজুকির জিমনি মডেলে ১.৫ লক্ষ টাকার ছাড় ছিল, আর এই মাসে (Maruti Suzuki Car Discount) সেই ছাড়ের পরিমাণ বেড়ে হয়েছে ২.৫ লক্ষ টাকা। মারুতি জিমনির (Maruti Suzuki Jimny) টপ এন্ড মডেল মারুতি আলফাতে পাওয়া যাবে ২.৫ লক্ষ টাকার ছাড়। এই অফার পাওয়া যাবে ম্যানুয়াল এবং অটোমেটিক দুটি ভার্সনের ক্ষেত্রেই। এর মধ্যে রয়েছে ১ লাখ টাকার নগদ ছাড় এবং ১.৫ লাখ টাকার ছাড় শুধুমাত্র মারুতি সুজুকি স্মার্ট ফিনান্স ক্রেতাদের জন্য।
এই জিমনির এন্ট্রি লেভেলের মডেল জিটাতে ফ্ল্যাট ১ লাখ টাকা নগদ ছাড় এবং অতিরিক্ত ১ লাখ টাকার ছাড় মারুতি সুজুকি স্মার্ট ফিনান্স ক্রেতাদের জন্য। জিটা ম্যানুয়াল এবং জিটা অটোমেটিক দুটি মডেলের জন্যেই এই অফার প্রযোজ্য। অর্থাৎ আলফা মডেলে যেমন ২.৫ লাখের সর্বোচ্চ ছাড় মিলছে, সেখানে মারুতির জিটা মডেলে মিলছে ২ লাখের ছাড়ের সুযোগ।
মারুতি সুজুকির জিমনিতে ১৪৬২ সিসির ন্যাচারালি আসপিরেটেড পেট্রোল ইঞ্জিন রয়েছে, এতে রয়েছে আইডল স্টার্ট স্টপ ফাংশনও। ১০৩ বিএইচপি শক্তি এবং ১৩৪.২ এনএমের টর্ক উৎপন্ন হয় এতে। এতে হয় ৫ স্পিডের ম্যানুয়াল থাকছে আর নাহলে ৪ স্পিডের টর্ক কনভার্টর অটোমেটিক ট্রান্সমিশন থাকছে। মারুতি সুজুকি দাবি করে যে এর ম্যানুয়াল ভার্সনের মাইলেজ ১৬.৯৪ কিমি প্রতি লিটারে, সেখানে অটোমেটিক ভার্সনের মাইলেজ ১৬.৩৯ কিমি প্রতি লিটারে।
আরও পড়ুন: TVS Scooter: মাত্র ১০ হাজারেই ঘরে আনুন দারুণ এই স্কুটার ! মাইলেজ দেবে ৫৭ কিমি