Maruti Suzuki : শীঘ্রই বাড়বে মারুতির গাড়ির দাম, কমে পেতে হাতে ক'দিন ?
Cars : জেনে নিন, কবে থেকে গাড়ির (Auto) দাম বাড়াতে চলেছে মারুতি (Maruti Cars)।

Cars : এবার গাড়ির দাম (Car Price) বাড়াতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। পছন্দের গাড়ি কেনার থাকলে শীঘ্রই করতে পারেন বুক, অন্যথায় আরও বেশি দামে কিনতে হবে আপনাকে। জেনে নিন, কবে থেকে গাড়ির (Auto) দাম বাড়াতে চলেছে মারুতি (Maruti Cars)।
Automobile : কত বেশি হবে গাড়ির দাম
2025 সালের এপ্রিল থেকে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki-এর গাড়িগুলি দামি হয়ে যাবে৷ সংস্থা তাদের গাড়ির দাম 4 শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ মারুতি সুজুকি ইন্ডিয়া জানিয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি ও অপারেশনার কস্টের কারণে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন মডেলের দাম বাড়বে বলেও জানিয়েছে সংস্থা।
Maruti Suzuki : কোনও সমস্যার মুখে কোম্পানি ?
দেশের বৃহত্তম গাড়ি প্রস্ততকারক কোম্পানি বলেছে, খরচ ন্যূনতম রাখতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে কোম্পানি। এখন বর্ধিত খরচের কিছু প্রভাব গ্রাহকদের ওপর পড়বে। কোম্পানি জানিয়েছে, বর্তমান সময়ে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কোম্পানি। যেখানে কাঁচামালের উচ্চমূল্য ও লজিস্টিক খরচ বৃদ্ধির কারণে অটো সেক্টর ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে।
Automobile : এরই মধ্যে দাম বাড়িয়েছে কোম্পানি
এর আগেও এই বছরের জানুয়ারিতে কোম্পানি 4 শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছিল। এতে বিভিন্ন মডেলের দাম 1,500 টাকা থেকে বেড়ে 32,500 টাকা হয়েছে। এর আগে ডিসেম্বরেও দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। ফেব্রুয়ারিতে আবার দাম বাড়ানো হয়েছিল। এবার এপ্রিলে দাম বাড়ানো হবে গাড়ির।
Maruti Cars : বাজার বিশেষজ্ঞদের কী ধারণা
সময়ে সময়ে গাড়ির ক্রমবর্ধমান দাম ইঙ্গিত দেয় যে, অটোমেটিক এই শিল্প এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কোম্পানি গ্রাহকদের উপর বর্ধিত দামের প্রভাব কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিছু খরচের বোঝাও বাজারের ওপর দিতে বাধ্য় হচ্ছে কোম্পানিগুলি।
Automobile : এই কোম্পানিগুলিও দাম বাড়িয়েছে
Maruti Suzuki ছাড়াও Tata Motors, Hyundai, Mahindra, Kia, Skoda, Jeep, Citroen, Mercedes-benz, MG Motor, BMW এবং Audi এই বছর গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে এমন অনেক কোম্পানি রয়েছে, যারা ২০২৫ সালের জানুয়ারিতে ২ শতাংশ থেকে ৪ শতাংশের মধ্যে দাম বাড়িয়েছে।
বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি বলছে, আমেরিকায় ট্রাম্পের ট্যারিফ হুমকিতে চিন্তা বাড়ছে ভারতেরও। বিশেষ করে অটোমোবাইল শিল্পে এর বড় প্রভাব পড়তে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
