MS Dhoni: ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেই বিনামূল্যে মিলবে ই-সাইকেল ! দারুণ অফার এই সংস্থার
E-Motorad Cycle: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni Birthday) জন্মদিন উপলক্ষ্যেই এই বিশেষ এডিশন লঞ্চ করবে ই-মোটোরাড। এর নাম দেওয়া হয়েছে এমএসডি এডিশন লেজেন্ড ০৭ সাইকেল।
E-Motorad Offer: বাইসাইকেল প্রস্তুতকারক সংস্থা ই-মোটোরাড এবার একটা নতুন অফার নিয়ে এল দেশের সমস্ত ই-সাইকেলপ্রেমীদের কাছে। বাজারে আবার একটা নতুন কালার ভ্যারিয়ান্টের সাইকেল নিয়ে আসবে এই সংস্থা। মূলত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni Birthday) জন্মদিন উপলক্ষ্যেই এই বিশেষ এডিশন লঞ্চ করবে ই-মোটোরাড। এর নাম দেওয়া হয়েছে এমএসডি এডিশন লেজেন্ড ০৭ সাইকেল। একটা উজ্জ্বল হলুদ রঙের ভ্যারিয়ান্টে (E-Motorad Cycle) এই সাইকেলের মাধ্যমেই সংস্থা মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনে শ্রদ্ধা জানাবে, জানাবে শুভেচ্ছাও। আর সেইসঙ্গে দেশের যে সমস্ত মানুষ ধোনিকে জন্মদিনে শুভেচ্ছা জানাবেন, তাদের মধ্যে কয়েকজনকে বিনামূল্যেই (E-Cycle Offer) দেওয়া হবে এই সাইকেল। দারুণ অফার নিয়ে এসেছে ই-মোটোরাড।
এমএসডি লেজেন্ড ০৭ সাইকেলটিতে একটি রিমুভেবল ব্যাটারি রয়েছে, এই সাইকেলের (E-Motorad Cycle) সর্বোচ্চ গতি হল ২৫ কিমি প্রতি ঘণ্টায়। এতে আবার ৫টি স্তরের পেডাল অ্যাসিস্ট রয়েছে। এই ই-বাইকের সবথেকে বড় আকর্ষণ হল এতে থাকবে ধোনির স্বাক্ষর এবং ২০১১ সালের ভারতের বিশ্বকাপ জয়ের স্মারক।
ইমোটোরাড একটি গিভ অ্যাওয়ে শুরু করছে, যার নাম দিয়েছে 'একটাই আবেগ ! মাহীর জন্মদিনে উল্লাস !' মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই সংস্থা সাতদিনব্যাপী একটি অনুষ্ঠান আয়োজন করেছে যেখানে সাতদিনে রয়েছে সাতটি চমক (E-Cycle Offer) এবং এখান থেকেই বেছে নেওয়া হবে ৭ জন ভাগ্যবান বিজেতাকে।
ধোনির অনুরাগী ভক্তরা ইনস্টাগ্রামে ই-মোটোরাডের (E-Motorad Cycle) পেজটিকে ফলো করে সেখানে ধোনির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করলেই তাদের কাছে এই ই-মোটোরাডের নতুন সাইকেল বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ থাকবে। এই ই-সাইকেলের (E-Cycle Offer) দাম ধার্য করা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। এই এমএসডি এডিশন লেজেন্ড ০৭ সাইকেল একেবারে সীমিত সংখ্যায় বাজারে আনা হবে। আমাজন, ফ্লিপকার্টের মত অনলাইন ই-কমার্স পোর্টালে যেমন কিনতে পাওয়া যাবে এই সাইকেল, তেমনি কেউ চাইলে এই সংস্থার ওয়েবসাইট থেকেও এই সাইকেলের অর্ডার দিতে পারেন। অফলাইন স্টোর তো আছেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming Cars: জুলাইতেই বাজারে আসছে এই ৬ নতুন গাড়ি, লুক থেকে ফিচার্স চমকে যাবেন আপনিও