Mahindra XUV400: মহিন্দ্রা XUV400- র লুক প্রকাশ্যে, কেমন ডিজাইন এই ইলেকট্রিক SUV- র?
Electric SUV: মহিন্দ্রা কোম্পানি তাদের নতুন ইলেকট্রিক এসইউভি গাড়ি এক্সইউভি ৪০০ মডেল প্রকাশ্যে এনেছে।
New Mahindra XUV400: মহিন্দ্রা অটোমোবাইল সংস্থা তাদের নতুন ইলেকট্রিক এসইউভি (Electric SUV) গাড়ি প্রকাশ্যে এনেছে। অটোমোবাইলের দুনিয়ায় মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা (Mahindra and Mahindra) যথেষ্টই জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা। শুধু তাই নয়, এসইউভি (SUV) এবং এক্সইউভি (XUV) গাড়ির জগতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এই অটোমোবাইল সংস্থার। এবার এই সংস্থা প্রকাশ্যে এনেছে New Mahindra XUV400- এই ইলেকট্রিক এসইউভি গাড়িটি। মহিন্দ্রা কোম্পানি যে ভারতের বাজারে এই গাড়ি লঞ্চ করবে সেকথাই আগে জানা গিয়েছিল। তার পাশাপাশি এও জানা গিয়েছিল যে নতুন ইলেকট্রিক এসইউভি- র ক্ষেত্রে ‘এক্সইউভি’ নামই যুক্ত হতে চলেছে। এর আগে XUV 300 গাড়িও লঞ্চ করেছে মহিন্দ্রা কোম্পানি। তারই মতো এবার অটোমোবাইল সংস্থার তরফে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে XUV 400 গাড়ি। তবে গাড়ি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। কিন্তু গাড়ি প্রকাশ্যে আসায় লুক এবং ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। আর তার থেকেই বলা হচ্ছে XUV 300 গাড়ির মতো XUV 400 গাড়িতেও একাধিক ডিজাইন রয়েছে।
আকার-আয়তন
মহিন্দ্রা XUV 400 গাড়ি লম্বায় ৪ মিটারের বেশি। ৪২০০ মিলিমিটার এই গাড়ির দৈর্ঘ্য। এছাড়াও গাড়ির চওড়া ১৮২১ মিলিমিটার এবং ২৬০০ মিলিমিটারের একটি হুইলবেস রয়েছে XUV 400 মডেলে। বুট স্পেসের আয়তন ৪১৮ লিটার।
অন্যান্য বৈশিষ্ট্য
- নতুন একটি ব্লু রঙের মডেল দেখা যাবে মহিন্দ্রা XUV 400 গাড়ির ক্ষেত্রে। এছাড়া বাম্পারের ডিজাইনও হবে একটু অন্য ধরনের। সামনের অংশের বাম্পারের ডিজাইনে একটু পরিবর্তন আসার পাশাপাশি নতুন twin peaks SUVলোগো থাকতে চলেছে।
- গাড়ির সামনের অংশে আগের তুলনায় অনেক বেশি ব্রোঞ্জের জিনিসপত্র থাকবে, তার সঙ্গেই থাকবে নতুন SUV লোগো।
- গাড়ির পিছনের অংশে tail-lamps- এর আশপাশে থাকছে নতুন ডিজাইন। এছাড়াও tailgate- এর ক্ষেত্রে নতুন ডিজাইন লক্ষ্য করা যাবে।
গাড়ির ভিতরের অংশের ডিজাইন
বড় সাইজের টাচস্ক্রিন, সানরুফ, ৬০-টিরও বেশি কানেক্টেড কার টেক ফিচার, ৬টি এয়ারব্যাগ, all around disc brakes এবং আরও অনেক আধুনিক ফিচার রয়েছে এই গাড়িতে।
ব্যাটারি
মহিন্দ্রা XUV 400 গাড়িতে রয়েছে একটি 39.4 kW ব্যাটারি প্যাক এবং ৪৫৬ কিলোমিটারের রেঞ্জ। ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটারের স্পিড তোলা সম্ভব মাত্র ৮.৩ সেকেন্ডে। সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। এই ব্যাটারি প্যাক তৈরি হয়েছে পুণেতে। এটি একটি IP67 রেটিং প্রাপ্ত ব্যাটারি প্যাক, যা সমস্ত ধরনের পরিস্থিতিতে কাজ করতে সক্ষম। DC ফাস্ট চার্জার রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫০ মিনিট। 7.2 kW/32A- এই আউটলেটের সাহায্যে চার্জ দিলে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট। অন্যদিকে 3.3 kW/16A ডোমেস্টিক সকেট দিয়ে চার্জ দিলে সময় লাগবে প্রায় ১৩ ঘণ্টা। এই গাড়ির torque হল 310Nm। সমসাময়িক সমস্ত গাড়ির থেকে বেশি। এর ফলে মহিন্দ্রা XUV 400 ভারতের ফাস্টেস্ট ইলেকট্রিক SUV। তিনটি ড্রাইভিং মোডও রয়েছে এই গাড়িতে। এছাড়াও রয়েছে regenerative braking, one pedal driving এবং OTA আপডেট।
মহিন্দ্রা XUV 400 ইলেকট্রিক SUV- র বিভিন্ন রঙ
Arctic Blue, Everest White, Galaxy Grey, Napoli Black এবং Infinity Blue- এই পাঁচটি রঙে পাওয়া যাবে গাড়িটি। এর সঙ্গে থাকতে ডুয়াল টোন রুফ এবং সার্টিন কপার ফিনিশ।
আরও পড়ুন- শীঘ্রই ভারতে হুন্ডাই ক্যাসপার ! টাটা পাঞ্চের সঙ্গে হবে টক্কর