New Toyota Land Cruiser: টয়োটার এই গাড়ির ৩ বছরের 'ওয়েটিং লিস্ট', কী আছে নতুন ল্যান্ড ক্রজারে ?
Toyota Land Cruiser LC300: নতুন প্রজন্মের টয়োটা ল্যান্ড ক্রুজারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। চাহিদা এতটাই বেড়েছে যে এই এসইউভিটির জন্য এখন তিন বছর অপেক্ষা করতে হবে আপনাকে।
Toyota Land Cruiser LC300: নতুন প্রজন্মের টয়োটা ল্যান্ড ক্রুজারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। চাহিদা এতটাই বেড়েছে যে এই এসইউভিটির জন্য এখন তিন বছর অপেক্ষা করতে হবে আপনাকে। ইতিমধ্যেই বিশ্ববাজারে লঞ্চ করেছে নতুন প্রজন্মের ল্যান্ড ক্রুজার। ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে এই গাড়ি। এই গাড়ির বুকিং হিসাবে ১০ লক্ষ টাকা চেয়েছে কোম্পানি৷ ল্যান্ড ক্রুজারের বিশ্বব্যাপী চিপের ঘাটতি ও বিপুল চাহিদার কারণে স্বাভাবিক গাড়ি তৈরির সংখ্যা কমেছে। যেকারণে ভারতে এই গাড়ির লঞ্চ কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
New Toyota Land Cruiser: এখনও বিদেশ থেকেই আমদানি করতে হবে গাড়ি
নতুন LC300 একটি CBU ইউনিট হিসাবেই ভারতে আমদানি করা হবে। যদিও ভারতের তিন বছরের আগে এই গাড়ি পাওয়া যাবে না বলে অনুমান করা হচ্ছে। তবে বুকিং কখন করা হয়েছে তার উপর নির্ভর করবে এই ওয়েটিং লিস্ট। ইতিমধ্যে অনেকে ভারতে ব্যক্তিগতভাবে আমদানি করেছে এই গাড়ি।
Toyota Land Cruiser LC300: নতুন প্রজন্মের ল্যান্ড ক্রুজারটিতে পিছনের স্টাইলিংয়ে বদল দেখতে পাবেন। এমনকী সামনের দিকের নতুন চেহারা দেওয়া হয়েছে গাড়িতে। এর এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়রে আধুনিক নকশা দেওয়া হয়েছে। এতে একটি ১২.৩ইঞ্চির টাচস্ক্রিন সহ একটি প্রিমিয়াম JBL অডিও সিস্টেম, ভেন্টিলেটেড সিট, সানরুফের ব্যবস্থা রয়েছে। কানেকটেড কার টেকনোলজি ছাড়াও আরও বৈশিষ্ট্য পাওয়া যাবে নতুন প্রজন্মের মডেলে।
New Toyota Land Cruiser: নতুন LC300 ল্যান্ড ক্রুজার একটি 3.3-লিটার V6 ডিজেল ইঞ্জিন পাওয়া যাবে। যাতে একটি 10-স্পিড অটোমেটিক স্ট্যান্ডার্ড ইঞ্জিন পাওয়া যাবে। ভারতে 5-সিটার সংস্করণ আসবে ল্যান্ডক্রুজারের। যদিও বিশ্ববাজারে এর 7-সিটার মডেল রয়েছে। SUV অফ-রোডিংয়ের জন্য একটি উপযুক্ত ফোর হুইল ড্রাইভ সিস্টেমও রয়েছে এই গাড়িতে। এর প্রযুক্তি বৈশিষ্ট্যগুলির মধ্যে মাল্টি টেরেন ক্যামেরা ফিচার অফ-রোডিংয়ের জন্য চারটি ক্যামেরা মাটিতে নজরদারি করে। আমরা অনুমান করছি, ভারত LC300-এর দাম 2 কোটি টাকা হবে। ভারতে, ল্যান্ড ক্রুজার ল্যান্ড রোভার থেকে রেঞ্জ রোভার স্পোর্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আরও পড়ুন : Mahindra Thar: শীঘ্রই ভারতে পাঁচ দরজার মহিন্দ্রা থার, কোথায় আলাদা আগের মডেল থেকে ?