Norton Motorcycle : ভারতে নর্টন বাইক আনছে টিভিএস, ইলেকট্রা মডেল দিয়ে শুরু
Norton motorcycles : আমরা আশা করতে পারি যে এই নতুন মোটরসাইকেলগুলি ভারতেও বিক্রি হবে, যার প্রথম বাইকটির নাম ইলেকট্রা।

Norton Motorcycles : বাজাজ, মহিন্দ্রার পর এবার টিভিএসও (TVS) নেমে গেল বিদেশি বাইক ভারতে আনার দৌড়ে। সম্প্রতি টিভিএসের তরফে জানানো হয়েছে এবার ব্রিটিশ বাইক ব্র্যান্ড নর্টন (Norton Bikes) ভারতে নিয়ে আসছে কোম্পানি।
কবে ভারতে আসছে নর্টন বাইক
টিভিএস ২০২৫ সালের শেষ নাগাদ ভারতে নর্টন মোটরসাইকেল আনবে। এর অর্থ হল এই ব্রিটিশ ব্র্যান্ডটি টিভিএস স্থানীয়ভাবে তৈরি করবে। যা সহজেই ভারতে পাওয়া যাবে। টিভিএস বিশাল বিনিয়োগের ফলে এই বছরের মধ্যে নর্টন মোটরসাইকেলের নতুন মডেল আসবে। আমরা আশা করতে পারি যে, এই নতুন বাইকগুলি ভারতেও বিক্রি হবে। শোনা যাচ্ছে, কোম্পানির প্রথম বাইকটির নাম হবে ইলেকট্রা।
নর্টন বাইক বিশ্ববাজারে একটা বড় নাম
ভারতের বাজারে বেশ কয়েকটি নতুন মডেল নিয়ে আসতে চলেছে কোম্পানি। এগুলি বর্তমান মডেলের উপর ভিত্তি করে তৈরি হবে বলে আশা করা যায়। যদিও মোটো ব্লগাররা বলছে, এই বাইকগুলি সব নতুন মডেল হতে পারে। ২০৩০ সালের মধ্যে ব্রিটিশ ব্র্যান্ডটি নতুন বাইক আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ভারতে প্রথম বাইকটি বছরের শেষের দিকে বাজারে আসবে। এটাও স্পষ্ট যে, এই ব্র্যান্ডটি তার বর্তমান পরিসর বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠার লক্ষ্যেই এই কাজ করছে।
ট্রায়াম্ফ ও রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে প্রতিযোগিতা
নর্টন প্রিমিয়াম মোটরসাইকেল ভারতে এলে ট্রায়াম্ফ ও রয়্যাল এনফিল্ডের মুখোমুখি হবে। তাই তাদের বাজার বুঝে বাইকে সব ধরনের পরিবর্তন করতে হবে। ফলস্বরূপ এই নতুন নর্টন বাইকগুলির দাম আরও প্রতিযোগিতামূলক হবে। তবে, একটি প্রিমিয়াম ব্র্যান্ড হওয়ায় ব্র্যান্ড নিজের গুণমান বজায় রেখেই এগোবে বলে আশা করা হচ্ছে।
ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির কারণে..
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির কারণে, CBU শুল্ক হ্রাস পাবে। যা CBU হিসেবে ভারতে আসার সময় এই মোটরসাইকেলগুলিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। নতুন নর্টন মোটরসাইকেলগুলি আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানি আগের ক্লাসিক ডিএনএও অক্ষত রাখবে বল মনে করছে ক্রুজার বাইক আগ্রহীরা। অন্যদিকে TVS বর্তমান মডেলগুলির সমস্যাগুলিও সমাধানের জন্য কাজ করছে।





















