Royal Enfield: লঞ্চের আগেই প্রকাশ্যে এল ছবি, কেমন লুক রয়্যাল এনফিল্ডের প্রথম বৈদ্যুতিন বাইকের ?
Royal Enfield Electric Bike: ভারতের জনপ্রিয় সংস্থা রয়্যাল এনফিল্ড আগামী ৪ নভেম্বর বৈদ্যুতিন বাইক (Royal Enfield Bike) আনতে চলেছে বাজারে। তাঁর আগে একটি টিজার শেয়ার করেছে সংস্থা।
Royal Enfield Bikes: ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড বেশ জনপ্রিয়। ব্রিটিশ বাইক নির্মাতা এই সংস্থা এই প্রথম তাদের কোনো বৈদ্যুতিন বাইক নিয়ে আসছে বাজারে। আর মাত্র কয়েকদিন বাকি। আগামী মাসের ৪ নভেম্বরেই বাজারে আসবে এই রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিন বাইক (Royal Enfield Bike)। আর লঞ্চের আগেই এই বাইকের একটি ছবি প্রকাশ্যে এসেছে, বলা ভাল লঞ্চের আগেই ফাঁস হয়েছে বাইকের লুক। এমসিএন সংস্থা এই বাইকের লুক (Electric Bike) প্রকাশ করেছে ছবিতে। এই বাইকটিই হতে পারে আসন্ন বৈদ্যুতিন বাইকের প্রোটোটাইপ। কেমন দেখতে এই বাইক ?
রয়্যাল এনফিল্ড বৈদ্যুতিন বাইক
ভারতের জনপ্রিয় সংস্থা রয়্যাল এনফিল্ড আগামী ৪ নভেম্বর বৈদ্যুতিন বাইক (Royal Enfield Bike) আনতে চলেছে বাজারে। তাঁর আগে একটি টিজার শেয়ার করেছে সংস্থা। এই বাইক নির্মাতা সংস্থা বাইকের লুকের (Electric Bike) সঙ্গে সঙ্গে এর পারফরম্যান্সে দিকেও নজর দিয়েছে।
রয়্যাল এনফিল্ড ইলেকট্রিকের রেঞ্জ
রয়্যাল এনফিল্ডের এই বৈদ্যুতিন বাইক অন্যান্য মডেলের তুলনায় স্লিম বডি নিয়ে আসতে পারে। এই ইভি (Royal Enfield Bike) শহরের মধ্যে চালানো জন্য অন্যতম বিকল্প হয়ে উঠতে পারে। রয়্যাল এনফিল্ডের অন্য বাইকের তুলনায় এর লুক, চেহারাও অন্যরকম হতে পারে বলে জানা গিয়েছে। রয়্যাল এনফিল্ডের এই বৈদ্যুতিন বাইকের রেঞ্জ ১০০ থেকে ১৬০ কিমির মধ্যে হতে পারে।
রয়্যাল এনফিল্ডের ই-বাইকের দাম কত
রয়্যাল এনফিল্ড ইলেকট্রিকের পাওয়ারট্রেন এবং এর রেঞ্জ এই গাড়ির দাম বাড়ার কারণ হতে পারে। এই বৈদ্যুতিন বাইকের দাম প্রচলিত বাইকের থেকে বেশি হতে পারে। রয়্যাল এনফিল্ড এই বাইকে অনেক ফিচার্স রাখতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। এর মধ্যে রাইডিং মোড সহ ডুয়াল চ্যানেল এবং এবিএসের সুবিধে রয়েছে। অ্যালয় হুইলের পাশাপাশি ডিস্ক ব্রেকও পাওয়া যাবে এই বাইকে।
এই প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করার পরে রয়্যাল এনফিল্ড বাজারে আরো মডেল আনতে পারে। এরপরে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের এই বৈদ্যুতিন ভার্সন বাজারে আসতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Honda Bikes: বাজারে প্রথম ৩০০ সিসির বাইক আনল হোন্ডা, ২ লাখের মধ্যেই আনতে পারবেন ঘরে