Royal Enfield: দাম হতে পারে ৪ লাখ টাকার মধ্যে, জানুয়ারিতেই বাজারে সুপার মিটিওর ৬৫০ ?
Royal Enfield Super Meteor 650: বিশ্ব বাজারে প্রকাশ্যে এসেছে আগেই, এবার দেশের বাজারে দেখা যাবে Royal Enfield Super Meteor 650।
Royal Enfield Super Meteor 650: বিশ্ব বাজারে প্রকাশ্যে এসেছে আগেই, এবার দেশের বাজারে দেখা যাবে Royal Enfield Super Meteor 650। কোম্পানি সূত্রে খবর, জানুয়ারিতেই ভারতের ক্রুজার বাজারে আসতে পারে এই বাইক। অন্তত সেই প্রস্তুতিই নিচ্ছে রয়্যাল এনফিল্ড।
নতুন বাইকের ভেরিয়েন্টে ইতিমধ্যেই গোয়াতে প্রকাশ্যে এনেছে কোম্পানি। যেখানে Super Meteor 650 ও Super Meteor 650 Tourer দেখিয়েছে কোম্পানি। অটো সাইটগুলির মতে, যা স্বাভাবিকবাবেই চিন্তায় রাখবে হার্লে ডেভিডসনকে। কারণ ক্রুজার বিভাগে হার্লের বাজার নষ্ট করতে পারে রয়্যাল এনফ্লিড। কম দামে বিশ্ব বাজারে বেশি শক্তিশালী ইঞ্জিন আনলেই ধাক্কা খাবে হার্লে।
Royal Enfield Bikes: ভেরিয়েন্টে আলাদা কী
সম্প্রতি বিশ্ববাজারে দেখানো হয়েছে এই বাইক। Astral Black Super Meteor 650-র পাশাপাশি Solo Tourer মডেল রয়েছে এই বাইকের। এই ট্যুরার মডেলের মধ্য়ে আনুষাঙ্গিক অনেক কিট নিয়ে এসেছে কোম্পানি। বার মিরর, ডিলাক্স ফুটপেগ, সোলো ফিনিশার, LED ইন্ডিকেটর ও মেশিন অ্যালোয় পাবেন ক্রেতা। অন্যদিকে, Celestial Red Super Meteor 650 Tourer গ্র্যান্ড ট্যুরার অ্যাকসেসরিজ কিট পেয়েছে। যার মধ্যে রয়েছে ডিলাক্স ট্যুরিং ডুয়াল-সিট, ট্যুরিং উইন্ডস্ক্রিন, প্যাসেঞ্জার ব্যাকরেস্ট, ডিলাক্স ফুটপেগ, লংহল প্যানিয়ার্স, ট্যুরিং হ্যান্ডেলবার ও LED ইন্ডিকেটর। ইন্টারস্টেলার গ্রিন সুপার মিটিওর 650ও উন্মোচন করা হয়েছে যা স্ট্যান্ডার্ড হিসাবে আসে।
Royal Enfield Super Meteor 650: অনেক বড় বাইক
Super Meteor 650 দেখতে বেশ আকর্ষণীয় ও পেশিবহুল ডিজাইনের সঙ্গে USD ফর্ক ও LED হেডল্যাম্প রয়েছে। রয়্যাল এনফিল্ডের এই নতুন 650cc মডেলটি একটি সম্পূর্ণ প্রিমিয়াম টাচ ও অনুভূতি পায়। যদিও এর ডিজাইন 350 Meteor-এর সঙ্গে অনেকটাই এক। বাইকটিকে সম্পূর্ণ এলইডি হেডল্যাম্প দেওয়ায় আরও প্রিমিয়াম দেখতে লাগছে। Super Meteor 650 Tourer দুটি রঙে পাওয়া যায়, Celestial Red ও Celestial Blue. যা লম্বা ফুটপেগ সহ একটি বড় উইন্ডস্ক্রিন ও আরও আরামদায়ক একটি বড় আসন পেয়েছে। এতে ট্রিপার ন্যাভিগেশন সহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার স্ট্যান্ডার্ড হিসাবে পাওয়া যাচ্ছে।
Royal Enfield Super Meteor 650: কত শক্তিশালী ইঞ্জিন
ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল জিটি 650 এর মতো একই 648cc এর একটি টুইন মোটর ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকে। এই ইঞ্জিন এটিকে 47bhp শক্তি , আরও টর্ক সহ একটি ক্রুজারের মতো রাইডিং অভিজ্ঞতা দেয়।
Royal Enfield Bikes: স্পেসিফিকেশন কী রয়েছে বাইকে
এই বাইকে সামনে ১৯ ইঞ্চি ও পিছনে ১৬ ইঞ্চির চাকা দিয়েছে কোম্পানি। যদিও এর আসনের উচ্চতা শর্ট রাইডারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি সব রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে ভারী। এই বাইকের ওজন ২১৪ কেজি। এটি ভারতীয় রাস্তা অনুসারে কমপক্ষে ১৩৫ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেতে পারে। অটো ব্লগাররা সেই কথাই বলছে।
Royal Enfield Bikes: সম্ভাব্য দাম
সামনের বছরই লঞ্চ করা হতে পারে এই বাইক। সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে বিশ্ববাজারে আসবে এই বাইক। এর দাম বর্তমান 650cc বাইকের থেকে বেশি হতে পারে। এটি হবে সবচেয়ে প্রিমিয়াম রয়্যাল এনফিল্ড বাইক, যার দাম অনুমান করা হচ্ছে ৪ লাখ টাকার কাছাকাছি। সামগ্রিকভাবে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় মোটরসাইকেল, যা এর সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী।