Royal Enfield Bikes: ঝাঁ-চকচকে লুকে বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের এই বাইক, কী চমক রয়েছে বাইকপ্রেমীদের জন্য ?
Royal Enfield Super Meteor 650 Features: টেস্টিংয়ের সময় সবথেকে বড় বদল দেখা যাবে এর ইন্সট্রুমেন্ট কনসোলে। যেখানে এর বর্তমান মডেলটি সেমি ডিজিটাল ডিসপ্লে সহ এসেছে, তবে নতুন বাইকে রয়েছে বদল।

Royal Enfield Super Meteor 350: রয়্যাল এনফিল্ড তাদের ক্রুজারের মত বাইক সুপার মিটিওর ৬৫০-কে আরও এক নতুন অবতারে আনতে চলেছে। এই বাইকের আপডেটেড মডেলের ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। স্পেনের রাস্তায় (Royal Enfield Bike) এই বাইকের টেস্টিং করার সময়েই এর ছবি প্রকাশ্যে এসেছে। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের এই বাইক। আপনি যদি একটি শক্তিশালী ও স্টাইলিশ বাইক (Royal Enfield Meteor 650) কিনতে চান রয়্যাল এনফিল্ডের তাহলে এই সুপার মিটিওর বাইকটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। বিশদে জেনে নেওয়া যাক।
ডিজাইনে কী কী বদল আনা হচ্ছে
আপডেটেড সুপার মিটিওর ৬৫০ বাইকের ডিজাইনে সেভাবে কোনও বদল আনা হচ্ছে না। তবে কিছু স্মার্ট ও প্রযুক্তিগত বিষয়ে বদল আনা হচ্ছে। ছোটখাটো কিছু ডিজাইন নতুনভাবে সাজানো হচ্ছে। এবার বাইকের সাইড প্যানেলে স্পষ্ট দেখা যাবে ৬৫০ ব্যাজটি। এটিই নিশ্চিত করে বাইকের ইঞ্জিন প্ল্যাটফর্মটি। মনে করা হয় যে এর রিয়ার সাসপেনশন যেমন স্প্রিংস আপগ্রেড করা হবে নতুন মডেলে যাতে রাইড কোয়ালিটি আরও ভাল হতে পারে। এছাড়াও ফ্রন্ট সাসপেনশনেও কিছু আপগ্রেড আসার সম্ভাবনা রয়েছে।
তবে ডিস্ক ব্রেকের কথা বলতে গেলে এই বাইকে এখনও সিঙ্গল ডিস্ক ব্রেক সেট আপ রয়েছে যা ইঙ্গিত দেয় কোনও ব্রেকিং সিস্টেমে বড় বদল হবে না। যদিও ডিজাইনের দিক থেকে দেখতে গেলে পুরনো সুপার মিটিওরের মতই একে দেখতে হবে।
আরও আধুনিক প্রযুক্তি সহ ফিচার্স আসবে
টেস্টিংয়ের সময় সবথেকে বড় বদল দেখা যাবে এর ইন্সট্রুমেন্ট কনসোলে। যেখানে এর বর্তমান মডেলটি সেমি ডিজিটাল ডিসপ্লে সহ এসেছে, সেখানে এই নতুন বাইকে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-র মত টিএফটি স্ক্রিন পাওয়া যাবে। এই নতুন টিএফটি কনট্রোল একইসঙ্গে ভিসিবিলিটি এবং কানেক্টিভিটি উন্নত হয়েছে। অর্থাৎ এর ইন্টারফেস আপগ্রেড করা হবে সম্পূর্ণ নতুনভাবে।
ইঞ্জিনে কোনও বদল নেই
ইঞ্জিনে সেভাবে বড় কোনও বদল আসছে না। এতে একইরকম ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে যা ৪৭ বিএইচপির শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে দেওয়া হবে একটি ৬ স্পিডের গিয়ারবক্স। ইতিমধ্যেই এই বাইকের পুরনো মডেলটি মসৃণতা এবং দারুণ পারফরম্যান্সের জন্য বিখ্যাত। ফলে যে অনুরাগীমহল আগে থেকে তৈরি হয়ে আছে তাদের কথা ভেবেই এই বাইকে সেভাবে কিছু বড়সড় বদল ঘটানো হয়নি।






















