Tata Curvv EV: টাটার এই বৈদ্যুতিন গাড়িতে ১.৭০ লাখ টাকার ছাড় মিলছে, কারা পাবেন কেনার সুযোগ ? জানুন বিশদে
Tata EV Discount: টাটা কার্ভ ইভিতে দুটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে যাতে প্রথমটি অর্থাৎ ৪৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে গাড়িটি একবার চার্জ দিলে ৫০২ কিমি পর্যন্ত রাস্তা যেতে পারবে একটানা।

Tata Curvv EV Discount: ২০২৫ সালের মে মাসে টাটা মোটরস তাদের জনপ্রিয় বৈদ্যুতিন এসইউভি গাড়ি টাটা কার্ভে বড় ছাড় দিচ্ছে। দুর্দান্ত ছাড় (Tata Curvv EV) ঘোষণা করা হয়েছে গ্রাহকদের জন্য। গ্রাহকরা টাটা কার্ভের MY2024 মডেলে মোট ১.৭০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
এই অফারের মধ্যে সরাসরি ৯০ হাজার টাকার ছাড় পাবেন গ্রাহকরা গাড়ির দামের উপরে। এর পাশাপাশি ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ (Tata EV Discount Offer) বা স্ক্রাপেজের সুবিধে মিলবে এবং ৫০ হাজার টাকা পর্যন্ত লয়্যালটি বোনাসের সুবিধে রয়েছে। তবে এলাকা, ডিলারশিপের উপরে এই ছাড়ের অঙ্ক নির্ভর করবে। কিছু কিছু জায়গায় ছাড়ের অঙ্ক বদলে যেতে পারে। তাই এই গাড়ি কেনার আগে ছাড় সম্পর্কে নিকটবর্তী ডিলারশিপে কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিতে হবে।
কী কী ফিচার্স রয়েছে টাটা কার্ভে
টাটা কার্ভ ইভির কেবিন ও অভ্যন্তরের অত্যাধুনিক প্রযুক্তি প্রিমিয়াম কমফর্ট ফিচার্সে ঠাসা। এই বৈদ্যুতিন এসইউভিতে রয়েছে একটি ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং এটি গ্রাহকদের একটি স্মার্ট অভিজ্ঞতা এনে দেবে। এর সঙ্গে একটি ১২.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে যা এর ড্রাইভিংকে আরও তথ্যবহুল করে তুলেছে। সাউন্ডের ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য টাটা কার্ভ ইভিতে ৯ স্পিকারের জেবিএল সাউন্ড সিস্টেম রয়েছে, একইসঙ্গে প্যানোরমিক সানরুফ, বায়ুচলাচলসম্পন্ন ফ্রন্ট সিট, ওয়্যারলেস ফোন চার্জারের মত বেশ কিছু ফিচার্স একে আরও বিলাসবহুল করে তুলেছে।
নিরাপত্তা ফিচার্স কী রয়েছে ?
নিরাপত্তার কথা বলতে গেলে টাটা কার্ভ ইভিতে ৬টি এয়ারব্যাগ, পিছনের ও সামনের পার্কিং সেন্সর, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবলিটি কন্ট্রোল, টায়ারা প্রেসার মনিটরিং সিস্টেম এবং লেভেল ২-এর এডিএসের মত উচ্চমানের নিরাপত্তা ফিচার্স রয়েছে। এই সমস্ত ফিচার্স সহ গাড়িটি নিরাপত্তা ও আরাম উভয় দিক থেকেই চমৎকার।
৬০০ কিমি পর্যন্ত রেঞ্জ মিলবে
টাটা কার্ভ ইভিতে দুটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে যাতে প্রথমটি অর্থাৎ ৪৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে গাড়িটি একবার চার্জ দিলে ৫০২ কিমি পর্যন্ত রাস্তা যেতে পারবে একটানা।
আর অন্যদিকে ৫৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে সংযুক্ত করলে এই টাটা কার্ভ ইভিতে আপনি যেতে পারবেন ৫৮৫ কিমি রাস্তা। মোট ৫টি দারুণ রঙের বিকল্প নিয়ে এসেছে টাটা কার্ভ ইভি।
দাম কত
টাটা কার্ভ ইভির শুরুর দাম রয়েছে ১৭.৪৯ লক্ষ টাকা। আর এর টপ এন্ড ভার্সনের দাম পড়বে ২২.২৪ লক্ষ টাকা।






















