Tata Motors: ২৫ হাজারেই বুকিং! উৎসব মরসুমে টাটার নতুন চমক
Tata Motors Bookings:আজ, ৬ অক্টোবর থেকেই শুরু হয়ে গেল টাটার নতুন ২টি গাড়ির বুকিং।
কলকাতা:পুজোর মরসুমে নতুন গাড়ির সম্ভার নিয়ে আসছে টাটা মোটরস। আর আজ, ৬ অক্টোবর থেকেই শুরু হয়ে গেল টাটার (Tata Motors New Car) নতুন ২টি গাড়ির বুকিং।
পুজোর মরসুমেই টাটা মোটরস আনছে Tata Safari Facelift এবং Tata Harrier Faceift. সংস্থা জানিয়েছে মাত্র ২৫০০০ টাকা দিয়ে (Token Amount) বুক করা যাবে এই দুটি গাড়ি। গাড়ি প্রস্তুতকারক সংস্থার ওয়েবসাইট বা অথরাইজড ডিলারদের থেকে এই বুকিং করা যাবে।
চারটি ভ্যারিয়েন্টে আসছে নতুন Tata Harrier. কী সেই ভ্যারিয়েন্টগুলি? SMART, PURE, ADVENTURE এবং FEARLESS. এই সেগমেন্টে এই প্রথম ADAS-উইথ অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলের মতো ফিচার থাকছে। থাকছে সাতটি এয়ারব্যাগ, ই-শিফটার, প্যাডেল শিফটারের মতো ফিচার।
চারটি ভ্যারিয়েন্টে আসছে নতুন Tata Safari . কী সেই ভ্যারিয়েন্টগুলি? Smart, Pure, Adventure এবং Accomplished. LED প্রজেক্টর হেডল্যাম্প, টেইলগেটে বিশেষত্ব থাকছে। এছাড়াও ইনফোটেনমেন্ট সিস্টেমেও রয়েছে নানা কারিকুরি।
Boasting class-defining features and a premium edge, the legend is set to redefine your experience.
— Tata Motors Cars (@TataMotors_Cars) October 5, 2023
New Safari | Bookings Open - 06.10.2023 #NewSafari #TataSafari #ReclaimYourLife pic.twitter.com/ZO4rSqSP3a
কী কী নতুন বৈশিষ্ট্য
কেবিনের বর্তমান চেহারা বদলে নতুন ডিজিটাল কন্ট্রোলের আকারে টাচ কন্ট্রোল (Touch Control) সহ একটি বড় টাচস্ক্রিন সেট-আপ দিয়ে আপডেট করা হবে। এর মধ্যে কিছু পরিবর্তন আমরা ইতিমধ্যেই রেড ডার্ক সাফারি/হ্যারিয়ারে দেখেছি, যার মধ্যে একটি 360 ডিগ্রি ক্যামেরা এবং আরও অনেক কিছু যুক্ত করা রয়েছে। ইনফোটেইনমেন্ট সিস্টেম আরও উন্নত করা হবে। সেন্টার কনসোলে ক্লাইমেট কন্ট্রোল ফিজিক্যাল টগল সুইচের সঙ্গে টাচ কন্ট্রোল থাকবে। এটি ছাড়াও আমরা ইন্টেরিয়রে আরও পরিবর্তন আশা করতে পারি।
প্রতিযোগিতায় অন্য গাড়িও:
নতুন লুক এবং নতুন ফিচারের কারণে টাটার এই ফ্ল্যাগশিপ SUVগুলির আবেদন আরও বাড়বে। দেশের বাজারে নতুন সাফারি/হ্যারিয়ার মাহিন্দ্রা XUV700, MG হেক্টরের (MG Hector), হুন্ডাই আলকাজার (Hyundai Alcazar) মতো এই সেগমেন্টের গাড়িগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই ক্ষেত্রে এই গাড়িগুলিতে আপডেট না হলে অনেকটাই পিছিয়ে পড়বে।
আরও পড়ুন: ফের বাড়বে ইএমআই ? রেপো রেট নিয়ে নতুন সিদ্ধান্ত , রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি ঘোষিত