Toll Tax Hike: বেড়ে গেল জাতীয় সড়কের টোল ট্যাক্স, কত বেশি খরচ হবে এবার ?
National Highways Toll Tax Rate: গাড়ির জন্য মাসিক পাসের খরচও বেড়েছে। এবার থেকে এই পাস বাবদ ৯৩০ টাকার বদলে দিতে হবে ৯৫০ টাকা, আর ক্যাবের জন্য এই টাকা ১২২৫ থেকে বেড়ে হয়েছে ১২৫৫ টাকা।

নয়াদিল্লি: ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে NHAI সম্প্রতি সারা দেশের সমস্ত এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ের জন্য টোল ট্যাক্স (Toll Tax Hike) বৃদ্ধি করেছে। ভারতীয় মুদ্রাস্ফীতির হারকে মাথায় রেখে সারা দেশের জাতীয় সড়কে টোল ট্যাক্স প্রায় ৪ থেকে ৫ শতাংশ বাড়ানো হয়েছে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার বার্ষিক পর্যালোচনাতেই এই টোল ট্যাক্স বৃদ্ধির অনুমোদন করা হয়েছে।
এই টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে হোলসেল প্রাইস ইনডেক্সকে মাথায় রেখে এবং এর ফলে যে বাড়তি টাকা (Toll Tax Hike) বা রাজস্ব সরকারের কোষাগারে জমা হবে তা দিয়ে সড়কের দেখভাল ও পরিচর্যা করা হবে। এমনকী সড়ক প্রকল্পের বিস্তারেও এই রাজস্ব কাজে লাগবে, এমনটাই জানিয়েছেন উচ্চপদস্থ আধিকারিক।
ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার একটি বিবৃতি থেকে জানা যায়, গাড়ি ও জিপের জন্য দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের ওয়ান ওয়ে টোল (Toll Tax Hike) সরাই কালে খান থেকে মিরাট পর্যন্ত ১৬৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭০ টাকা। অন্যদিকে গাজিয়াবাদ থেকে মিরাট পর্যন্ত টোল ট্যাক্স ৭০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫ টাকা। হালকা বাণিজ্যিক যানবাহন এবং বাসের ক্ষেত্রে এই রুটে প্রতি ট্রিপে টোল দিতে হবে ২৭৫ টাকা করে, আর ট্রাককে দিতে হবে প্রতি ট্রিপে ৫৮০ টাকা করে।
জাতীয় সড়ক ৯-এর উপরে চিঝারসি টোল প্লাজায় গাড়ির জন্য টোল বেড়ে ১৭০ টাকা থেকে হল ১৭৫ টাকা, আর হালকা বাণিজ্যিক যানবাহনের জন্য টোল রেট ২৮০ টাকা, ট্রাকের জন্য টোল রেট ৫৯০ টাকা। লক্ষ্ণৌয়ের মধ্য দিয়ে যে সমস্ত গাড়ি চলে যাবে জাতীয় সড়কের উপর দিয়, কানপুর, অযোধ্যা, রায়বেরিলি, বরাবাঁকিগামী গাড়ির জন্য হালকা যানবাহনের ক্ষেত্রে অতিরিক্ত ৫-১০ টাকা দিতে হবে প্রতি ট্রিপে। আর ভারী যানবাহনের জন্য প্রতি ট্রিপে অতিরিক্ত ২০-২৫ টাকা দিতে হবে।
গাড়ির জন্য মাসিক পাসের খরচও বেড়েছে। এবার থেকে এই পাস বাবদ ৯৩০ টাকার বদলে দিতে হবে ৯৫০ টাকা, আর ক্যাবের জন্য এই টাকা ১২২৫ থেকে বেড়ে হয়েছে ১২৫৫ টাকা। হালকা যানবাহন ও মিনিবাসের জন্য সিঙ্গল টোল ট্রিপের খরচ ১২০ টাকা থেকে বেড়ে হল ১২৫ টাকা।
সারা দেশে মোট ৮৫৫টি টোল প্লাজা রয়েছে ন্যাশনাল হাইওয়ের উপর যার মধ্যে ৬৭৫টি সরকারি-অনুদানপুষ্ট। আর বাকি ১৮০টি টোল প্লাজা বেসরকারি সংস্থার পরিচালনায় রয়েছে।






















