Ola Uber Fare Difference : একই জায়গার আলাদা ভাড়া অ্যাপল-অ্যান্ড্রয়েডে, এবার উবার-ওলার রেট নিয়ে এই বলল সরকার
Apple Android On Govt Scanner: এবার এই অভিযোগের তদন্তে অ্যাপল-অ্যান্ড্রয়েডকে কাঠগড়ায় তুলতে চলেছে সরকার।

Apple Android On Govt Scanner: সম্প্রতি উবার-ওলার ভাড়ি (Ola Uber Fare) নিয়ে এসেছে নতুন অভিযোগ। যাত্রীদের দাবি, একই জায়গার আলাদা ভাড়া দেখানো হচ্ছে অ্যাপল (Apple) ও অ্যান্ড্রয়েডের ফোনে (Android Phones)। যাত্রীদের দাবি, অ্যাপলের ফোন হলেই বেশি চার্জ করছে উবার-ওলার মতো অ্য়াপ ক্যাব কোম্পানিগুলি। এবার এই অভিযোগের তদন্তে দুই সংস্থাকে রাখতে চলেছে সরকার।
12 মার্চ লোকসভায় নিশ্চিত করার পর সরকার Ola Cabs (ANI Technologies Private Ltd) এবং Uber (Uber India Systems Pvt. Ltd) কে তদন্তের অধীনে রেখেছে। মূলত ক্যাব অ্যাগ্রিগেটররা ফোনের অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আলাদা ভাড়া নেওয়ার অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত হবে।
লোকসভায় কী হয়েছে এই বিষয়ে
মঙ্গলবার লোকসভায় এই অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়ার পর সরকার উবার-ওলাকে এই তদন্তের আওতায় রেখেছে। যেখানে বলা হয়েছে, ক্যাব অ্যাগ্রিগেটর উবার ও ওলা ফোনের অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে একই জায়গার আলাদা ভাড়া নিচ্ছে। ইস্যুটি সংসদ সদস্যরা লোকসভায় উত্থাপন করতেই এই সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে।
এই সাংসদ কী বলেছেন
সাংসদ বালাশ্বরী বল্লভনেনি ও রবীন্দ্র চ্যাবনের উত্থাপিত প্রশ্নের জবাবে, কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি নিন্মকক্ষে জানিয়েছেন, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) ভাড়া বৈষম্য সম্পর্কে অভিযোগগুলি নোট করেছেন। উবার ও ওলাকে 10 জানুয়ারি 2025-এ একটি ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করা হয়েছে। মন্ত্রী লোকসভায় বলেছেন, "এটি উপভোক্তা বিষয়ক দপ্তরের নজরে এসেছে। ANI টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (Ola) ও Uber India Systems Pvt. Ltd (Uber) একই রাইডের জন্য Android ও iOS ডিভাইসে প্রদর্শিত ক্যাবের ভাড়ায় বৈষম্য দেখতে পেয়েছে । "
অভিযোগ নিয়ে কী বলছে দুই সংস্থা
যদিও উভয় সংস্থাই এই জাতীয় অভিযোগ অস্বীকার করেছে।বিষয়টি এখন পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ডিজির কাছে পাঠানো হয়েছে। কোম্পানিগুলির বিরুদ্ধে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে ভারতের উপভোক্তা সুরক্ষা আইন 2019 আইনের অধীনে আলাদা ভাড়া নেওয়ার জন্য সাজা হতে পারে।
এই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে রিপোর্ট
23 জানুয়ারি মিন্ট রিপোর্ট করেছে যে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) একটি সফ্টওয়্যার আপডেটের পরে নির্দিষ্ট আইফোন মডেলগুলিতে কথিত পারফরম্যান্স সমস্যা সম্পর্কে Apple Inc. কে একটি নোটিশ ধারনো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিসিপিএ উপভোক্তা বিষয়ক বিভাগের অধীনে কাজ করে। ব্যবহারকারীদের ফোন মডেলের উপর ভিত্তি করে ভাড়ার পার্থক্যের অভিযোগ পাওয়ার পরে রাইড-হেলিং প্ল্যাটফর্ম ওলা ও উবারকেও নোটিশ পাঠিয়েছে।
মূলত, একই জায়গা সার্চ করলে অ্য়ান্ড্রয়েড ও অ্যাপলের ফোনে আলাদা ভাড়া দেখাচ্ছিল ওলা-উবের। যা ঘিরে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। সোশ্য়াল মিডিয়ায় এই ভাড়া বৈষম্যের স্ক্রিন শটও তুলে ধরেন অনেকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
