Electric Scooters: ২০২৩ সালে ভারতে লঞ্চ হতে পারে এই ৫টি ই-স্কুটার, রইল তালিকা
Electric Two Wheeler: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে দেশে। সেই তালিকায় কোন কোম্পানির কোন মডেল রয়েছে একনজরে দেখে নিন।
![Electric Scooters: ২০২৩ সালে ভারতে লঞ্চ হতে পারে এই ৫টি ই-স্কুটার, রইল তালিকা Upcoming electric scooters to launch in India in 2023 see the list of five Electric Scooters: ২০২৩ সালে ভারতে লঞ্চ হতে পারে এই ৫টি ই-স্কুটার, রইল তালিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/18/82b145a6ba6f19f6615aa5d820b185991671364995638485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Electric Scooter: ভারতে ক্রমশ বাজার ভাল হচ্ছে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter)। ব্যবসা বাড়াতে ইতিমধ্যেই একাধিক কোম্পানি তাদের ই-স্কুটারের (Electric Two Wheeler) মডেল লঞ্চ করেছে দেশে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালেও বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে দেশে। সেই তালিকায় কোন কোম্পানির কোন মডেল রয়েছে একনজরে দেখে নিন।
Suzuki Burgman Street Electric
জাপানি সংস্থা সুজুকি ভারতে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Suzuki Burgman Street Electric লঞ্চের পরিকল্পনা করছে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে। শোনা যাচ্ছে, এই ইলেকট্রিক স্কুটারে একটি 4 kW মোটর থাকতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ হতে পারে ১০০ কিলোমিটারের কাছাকাছি। শোনা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইনের সঙ্গে মিল থাকতে পারে ICE ভার্সানের, যা এখন বাজারে বিক্রি হচ্ছে।
Honda Activa Electric
হন্ডা কোম্পানি ঘোষণা করেছে ২০২৩ সালে তারা ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় অভিষেক করবে। ভারতে হন্ডা অ্যাক্টিভা স্কুটার খুবই জনপ্রিয়। তারই ইলেকট্রিক ভার্সান আগামী বছর ভারতে লঞ্চের পরিকল্পনা রয়েছে হন্ডা সংস্থার। অনেকদিন ধরেই এই ই-স্কুটার ভারতে লঞ্চের কথা ছিল। অনুমান করা হচ্ছে অবশেষে আগামী বছর তা বাস্তবায়িত হতে চলেছে।
TVS Creon
টিভিএস সংস্থার ইলেকট্রিক স্কুটার TVS iQube ভারতে যথেষ্ট জনপ্রিয়। আগামী দিনে নিজেদের কোম্পানির ব্যবসা বাড়ানোর জন্য টিভিএস মোটর ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার TVS Creon লঞ্চের পরিকল্পনা করছে। অনুমান করা হচ্ছে, ২০২৩ সালে এই ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হবে। স্লিক ডিজাইনে নজরকাড়া লুক নিয়ে ভারতে লঞ্চ হতে পারে TVS Creon। এর আগে Auto Expo 2018- তে এই ইলেকট্রিক স্কুটারের ঝলক দেখা গিয়েছিল।
Hero Electric AE-8
হিরো এই-৮- এই ইলেকট্রিক স্কুটার আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ভারতে লঞ্চ হতে পারে। তবে কবে এই ই-স্কুটার ভারতে আসবে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। আগামী বছর যাঁদের ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা রয়েছে তাঁরা এই ই-স্কুটার কিনতে পারেন। কারণ এই ইলেকট্রিক স্কুটার অ্যাফোর্ডেবল রেঞ্জে লঞ্চ করতে পারে।
Simple One
বেঙ্গালুরুর স্টার্ট সিম্পল সংস্থা, যাদের ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে এবং জোরদার পাল্লা দিচ্ছে ওলা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে তাদের নতুন ই-স্কুটার আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ভারতে লঞ্চের পরিকল্পনা রয়েছে। স্পোর্টি লুক নিয়ে নতুন ই-স্কুটার লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে যার রেঞ্জ হতে পারে ২৩৬ কিলোমিটার। আগামী বছর এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
আরও পড়ুন- দেশের সেরা 'হাই রেঞ্জ' ইলেকট্রিক স্কুটার, দেখে নিন দাম ও ফিচার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)