Yezdi Motorcycle: ৩৫০ সিসির বিভাগে রয়্যাল এনফিল্ডকেও টেক্কা দেবে এই বাইক, কী ফিচার্স ?
Yezdi Bike: ভারতের জনপ্রিয় বাইক রোডস্টার ২৫০-এর অনুসরণেই মূলত তৈরি হয়েছে এই ইয়েজডির নতুন মডেলটি। যদিও এই মডেলের মধ্যে একটি মডার্ন রেট্রো স্টাইল রয়েছে।
Jawa Bikes: ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে ইয়েজডি মোটরসাইকেল আনতে চলেছে অত্যাধুনিক বাইকের একটি মডেল। ক্লাসিক লেজেন্ডস ডিলার ইভেন্টে এই বাইকের একটি মডেল প্রথম দেখানো হয় এবং সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। আশা করা হচ্ছে, এই নতুন মডেল আসলে একটি প্রোডাকশন রেডি মডেল (Yezdi Motorcycle), আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে এই নতুন বাইক।
ইয়েজডির নতুন বাইকের ডিজাইন
ভারতের জনপ্রিয় বাইক রোডস্টার ২৫০-এর অনুসরণেই মূলত তৈরি হয়েছে এই ইয়েজডির নতুন মডেলটি। যদিও এই মডেলের মধ্যে একটি মডার্ন রেট্রো স্টাইল রয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক রোডস্টার কিংয়ের মত মনে হলেও এখনকার মডেলের (Yezdi Motorcycle) থেকে এই লুক অনেকটাই আলাদা। ট্রেডমার্ক অ্যাঙ্গুলার ডিজাইনের ছোঁয়া থাকছে এই বাইকেও। একটা সোজা সাপটা গোল হেডল্যাম্প থাকছে বাইকের সামনে। একটা সহজ সরল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, দুটো ছোট গোল অ্যানালগ ইউনিট থাকছে এই বাইকে।
ইয়েজডি মোটরবাইকে কী কী থাকছে না
নতুন ইয়েজডি বাইকে একটা সিঙ্গল-পিস ফ্ল্যাট সিট আছে, রোডকিং ২৫০-এর দ্বারা যা অনেকটাই অনুপ্রাণিত। রিয়ারের ডিজাইন খুবই সহজ-সরল, এক্সটেন্ডেড রিয়ার ফেন্ডার রয়েছে এই বাইকে। তবে এই বাইকে ব্রেক ল্যাম্প থাকছে না, থাকছে না ইন্ডিকেটর ও নাম্বার প্লেট। তবে ইয়েজডি স্ক্র্যাম্বলার মডেলের মত এতেও এগুলি থাকতে পারে বলে মনে করা হচ্ছে পরে।
ইঞ্জিনের বৈশিষ্ট্য
এই নতুন মোটরবাইকে (Yezdi Motorcycle) থাকছে বড় ইঞ্জিন ব্যাশ এবং ছোট মাডগার্ড। Pirelli Phantom Sportscomp টায়ারের সঙ্গে এতে আছে অ্যালয় হুইল। ডুয়াল এক্সহস্ট পাইপের তুলনায় এই মডেলে রাখা হয়েছে সিঙ্গল এক্সহস্ট। লিকুইড কুলড ৩৩৪ সিসির পাওয়ারট্রেন এর অন্যতম বৈশিষ্ট্য হতে চলেছে। ইয়েজডি অ্যাডভেঞ্চার মডেলেও এই ফিচার্স থাকছে।
টেক্কা দেবে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইককে
রোডস্টার বাইকের (Yezdi Motorcycle) মত এর ডিজাইন অনেকাংশে একরকম বলে একে অনেকেই ইয়েজডি রোডকিংও বলতে পারেন। ইয়েজডির এই নতুন বাইকের মডেল টেক্কা দেবে রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ মডেলকেও। আশা করা হচ্ছে এই নতুন বাইকের দাম থাকবে ২ লাখের আশেপাশে।
এ প্রসঙ্গে বলে নেওয়া যায় এবিপি অটো অ্যাওয়ার্ডস ২০২৪-এ পুরস্কৃত হয়েছে 'ট্রায়াম্ফ স্পিড ৪০০' বাইকের মডেলকে। গত বছরই বাজাজের তত্ত্বাবধানে বাজারে এসেছে ট্রায়াম্ফ স্পিড ৪০০ মডেলটি।
আরও পড়ুন: ABP Live Auto Awards 2024: সেরা বাইকের পুরস্কার, 'বাইক অফ দ্য ইয়ার' পেল ট্রায়াম্ফ স্পিড ৪০০