Toll Tax: টোল ট্যাক্সের এই কাজ না করা থাকলে গাড়ি বিক্রি করতেও পারবেন না ! কেন্দ্র আনছে নয়া নিয়ম
Car Selling: এখন আপনার জন্য এই নতুন নিয়ম সমস্যাজনক হতে পারে। আসলে সড়ক পরিবহন মন্ত্রণালয় নতুন নিয়ম চালু করেছে।

Toll Tax Rules: ভারতে যে কোনো চার চাকার গাড়িকেই মহাসড়ক বা জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় টোল ট্যাক্স দিতে হয়। অনেকেই সময়মত টোল ট্যাক্স শোধ করেন না। কিছু কিছু লোক এই ট্যাক্স বকেয়া রেখে দেন বা সময়মত শোধ করেন না, পেমেন্টে দেরি করেন। কেন্দ্র সরকার এখন এই বিষয়েই আরও কড়া নিয়ম আনতে চলেছে। আপনি যদি আপনার গাড়ির টোল ট্যাক্স সময়মত শোধ (Toll Tax) না করে থাকেন, তাহলে গাড়ি ইচ্ছেমত বিক্রিও (Car Selling) করতে পারবেন না আপনি।
এখন আপনার জন্য এই নতুন নিয়ম সমস্যাজনক হতে পারে। আসলে সড়ক পরিবহন মন্ত্রণালয় নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে, কোনও গাড়ি বিক্রি বা স্থানান্তর করার আগে গাড়ির উপর কোনও টোল ট্যাক্স বকেয়া আছে কিনা তা পরীক্ষা করা হবে। যদি কোনও বকেয়া টোল ট্যাক্স থেকে থাকে, তাহলে আপনি গাড়িটি বিক্রি করতে পারবেন না, বা অন্য কারও নামে স্থানান্তর করতে পারবেন না।
টোল ট্যাক্স বকেয়া রেখে গাড়ি বিক্রি করা যাবে না
সাম্প্রতিক সময়ে সরকার টোল ট্যাক্স সংক্রান্ত অনেক নীতি কার্যকর করেছে। অগাস্ট মাস থেকে বার্ষিক ফাস্ট্যাগ পাসও কার্যকর করা হবে। এখন টোল ট্যাক্স সংক্রান্ত আরেকটি নতুন নিয়ম সরকার কার্যকর করেছে। এখন থেকে টোল ট্যাক্স সম্পূর্ণ না মিটিয়ে কোনও গাড়ি বিক্রি করা যাবে না। বা অন্য কারও নামে সেই গাড়ি স্থানান্তর করাও যাবে না। অন্য ব্যক্তির কাছে হস্তান্তরের আগে টোল ট্যাক্স মেটাতে হবে।
আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্রান্সফার করার আগে পরিবহন বিভাগ গাড়ির উপরে কত বকেয়া আছে তা পরীক্ষা করে দেখবে। দেখা হবে ফাস্ট্যাগ অ্যাকাউন্টে কোনও বকেয়া আছে কিনা। বকেয়া থাকলে গাড়ির মালিকানা বদল করা যাবে না। সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে যে এই নতুন নিয়মের ফলে টোল ট্যাক্স চুরি বন্ধ হবে এবং পুরনো বকেয়া আদায়ও নিশ্চিত করা যাবে। এছাড়া চালানের সঙ্গে জরিমানাও ধার্য করার পরিকল্পনা চলছে কেন্দ্রের তরফে। যদি টোল ট্যাক্সের বকেয়া টাকা শোধ না করা হয় তাহলে গাড়ি সংরক্ষণের জন্য কোনও নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না। নতুন করে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দেওয়া হবে না গাড়ির মালিককে।






















