Aadhaar-Voter ID Linking: আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক আছে তো ? কীভাবে করবেন এই কাজ ?
Electoral Reforms Update: এসএমস অখবা ফোনের মাধ্যমেও করা যাবে দুই কার্ডে লিঙ্ক। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে করা যাবে আপডেট।নিচে কীভাবে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করবেন তা জেনে নিন।
Aadhaar-Voter ID Linking: ২০২২ সালে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে 'নির্বাচনী সংস্কার বিল' পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সংস্কারের মধ্যেই রয়েছে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার নিদান।মূলত, ভুয়ো ভোটার চিহ্ণিত করতে এই পথে হাঁটছে সরকার। জেনে নিন কীভাবে আধার কার্ডের সঙ্গে জুড়বেন ভোটার কার্ড।
Aadhaar-Voter ID Linking: বুথ লেভেল অফিসারের মাধ্যমে করা যাবে এই কাজ। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে করতে হবে এই আপডেট। এসএমস অখবা ফোনের মাধ্যমেও করা যাবে দুই কার্ডে লিঙ্ক। নিচে কীভাবে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করবেন তা জেনে নিন।
Aadhaar-Voter ID Linking: এই সহজ পথে পাবেন সমাধান
1 প্রথমে https://voterportal.eci.gov.in. এ যান।
2 এখানে আপনার মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার আইডি নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
3 এবার পাসওয়ার্ড লিখুন।
4 এই পর্বে আপনার রাজ্য, জেলা যাচাই করুন।
5 এবার আপনার ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্মের তারিখ ও বাবার নাম জমা দিন।
6 সার্চ বটনে প্রেস করুন।
7 আপনার বিবরণ সরকারি ডেটাবেসের সাথে মিলে গেলে স্ক্রিনে দেখতে পাবেন।
8 স্ক্রিনের বাঁ দিকে রয়েছে 'ফিড আধার নং'। এই অপশনে ক্লিক করুন।
9 একটি পপ-আপ পৃষ্ঠা উঠে আসবে। যেখানে আপনাকে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর/অথবা রেজিস্টার্ড ইমেল, আপনার নাম পূরণ করতে হবে।
10 এইসব কাজ হয়ে গেলে সাবমিট বটনে ক্লিক করুন।
11 শেষে আপনি একটি বার্তা পাবেন। যেখানে আপনার আবেদন রেজিস্টার হলে জানিয়ে দেওয়া হবে।
Aadhaar-Voter ID Linking: করতেই হবে এই কাজ ?
নির্বাচনী সংস্কার বিল পাশ হলেও কোথাও আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্কের বিষয়টি বাধ্যতামূলক বলা হয়নি। তবে এই কাজ সম্পন্ন হলে যে ভুয়ো ভোটার ধরা পড়বে তা বলার অপেক্ষা রাখে না। অন্তত তেমনই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন : PF New Rule: ৩১ ডিসেম্বেরের মধ্যে করতে হবে এই কাজ, না হলে পাবেন না EPF-এর সুবিধা