এক্সপ্লোর
Advertisement
Aadhar Card Update: বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি
Aadhar Card: আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে আপনি আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন একদম বিনামূল্যে। তারপর থেকে দিতে হবে টাকা। অনলাইনে ২৫ টাকা এবং অফলাইনে ৫০ টাকা।
Aadhar Card Update: আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের (Aadhar Card Free Online Update) তথ্য আপডেট করার সুযোগ পাবেন আপনি। অনলাইনে কীভাবে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন, দেখে নিন তার কিছু সহজ পদ্ধতি।
অনলাইনে বিনামূল্যে কীভাবে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন
- প্রথমে আপনাকে যেতে হবে Unique Identification Authority of India (UIDAI)- এর ওয়েবসাইটে। অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in এখানে গিয়ে নিজের পছন্দসই ভাষা বেছে নিন প্রথমে।
- এরপর যেতে হবে আপডেট ফিচারে। সেখানে ক্লিক করতে হবে My Aadhaar ট্যাবে। সেখানে বেছে নিতে হবে Update Your Aadhaar অপশন। মেনু বরাবর একটু নীচের দিকে নামলে দেখতে পাবেন এই অপশন।
- আপডেট অনুসারে পরপর ধাপে এগোলে আপনার সামনে খুলে যাবে Update Aadhaar Details (Online) পেজটি। ক্লিক করতে হবে ডকুমেন্ট আপডেট অপশনে।
- এবার অথেনটিফিকেশনের জন্য আপনার ইউআইডি নম্বর এন্টার করুন এবং একটি ক্যাপচা কোড থাকবে, সেটিও লিখতে হবে। এরপর Send OTP অপশনে ক্লিক করলে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড পাবেন আপনি। এই পাসওয়ার্ড আসবে আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা ফোন নম্বরে।
- ওটিপি পাওয়ার পর লগ-ইন করুন এবং সেটা লিখে লগ-ইন অপশনে ক্লিক করতে হবে।
- এবার পাবেন সিলেক্ট অ্যান্ড ফিল ইন ডিটেলস অপশন। সেখানে যে সমস্ত ডেমোগ্রাফিক ডকুমেন্ট আপনি পরিবর্তন করে আপডেট করতে চান যেমন- নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি সেগুলিতে নতুন তথ্য দিয়ে আপডেট করতে হবে।
- সাবমিট অ্যান্ড আপলোড ডকুমেন্ট- প্রয়োজনীয় যাবতীয় পরিবর্তন করা হয়ে গেলে আপনি সাবমিট অপশনে ক্লিক করতে পারেন এবং আপনার আপডেট করা তথ্য যাতে সঠিক ভাবে আপডেট হয়ে যায় তার জন্য প্রয়োজনীয় নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
- সবশেষে Submit Update Request অপশনে ক্লিক করতে হবে আপনাকে। এরপর আপনি পাবেন একটি আপডেট রিকোয়েস্ট নম্বর যাকে বলা হয় ইউআরএন। এসএমএস- এ এই নম্বর আসবে। এর সাহায্যে আপনি আধার কার্ডে তথ্য আপডেটের স্টেটাস ট্র্যাক করতে পারবেন।
আরও পড়ুন- আধার কার্ড আপডেট করেছেন? হাতে নেই বেশি সময়, বিনা খরচে কবে পর্যন্ত সুযোগ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
খুঁটিনাটি (Banking And Service) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement