Air India Flight Problem : ফের এয়ার ইন্ডিয়ার বিমানে সমস্যা, মাঝআকাশে সন্দেহজনক ত্রুটি
Indian Airlines : জয়পুর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার কিছুক্ষণ পরেই ফিরে আসে। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে পাওয়া গিয়েছে এই খবর।

Indian Airlines : এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে উড়ানের আতঙ্ক কাটছে না। ফের মাঝ আকাশে সন্দেহজনক কারিগরি ত্রুটির কারণে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান। জয়পুর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার কিছুক্ষণ পরেই ফিরে আসে। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে পাওয়া গিয়েছে এই খবর।
কী মনে করেন পাইলট
শুক্রবার মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ান ভরার কিছুক্ষণ পরেই রাজস্থানের জয়পুরে ফিরে আসে। পাইলটরা বিমানে কারিগরি ত্রুটির সন্দেহ করতেই ফিরিয়ে আনা হয় এই বিমান। বিকেল ২:০১ মিনিটে জয়পুর থেকে ছেড়ে আসা বিমানটি বিকাল ৩:৩৫ মিনিটে মুম্বাইতে অবতরণের কথা ছিল। কিন্তু মাত্র ১৮ মিনিটের জন্য আকাশে থাকার পরই ফিরে আসে এই বিমান।
আইএএনএস বলছে , "২৫ জুলাই জয়পুর থেকে মুম্বাইগামী ফ্লাইট AI612, সন্দেহজনক কারিগরি ত্রুটির কারণে ওড়ার কিছুক্ষণ পরেই জয়পুরে ফিরে আসে। সমস্যা সমাধানের পরীক্ষা করার পর, এটি ভুল ভাবনা বলে নিশ্চিত করা হয়।" এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন এই কথা । পরে বিমানটিকে চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয় ও মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিমান। এই বিষয়ে এয়ার ইন্ডিয়া বলে- "আমরা যাত্রীদের যেকোনও অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এয়ার ইন্ডিয়া বরাবরই যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার দিকে অগ্রাধিকার দিই।"
আগেও হয়েছে এই ধরনের ঘটনা
এই ঘটনাটি হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট AI 315-এর আরেকটি নিরাপত্তা উদ্বেগের পরে ঘটেছে। গত ২২ জুলাই দিল্লি বিমানবন্দরে অবতরণের পর বিমানটি তার অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (APU) আগুন ধরে যায়। যাত্রীরা নামার সময় বিমানটি গেটে পার্ক করার পর আগুন লেগে যায়। APU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বিমান সংস্থা নিশ্চিত করেছে -যে সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে ছিলন। যদিও বিমানটির কিছু ক্ষতি হয়েছিল, আরও তদন্তের জন্য এটিকে গ্রাউন্ডে নামানো হয়। বিমান চলাচল নিয়ন্ত্রক (DGCA) কে এই বিষয়ে অবহিত করা হয়।
ইতিমধ্যে, সাম্প্রতিক উদ্বেগের প্রতিক্রিয়ায়, এয়ার ইন্ডিয়া তার কাছে থাকা সমস্ত বোয়িং ৭৮৭ এবং ৭৩৭ বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ (FCS) লকিং প্রক্রিয়ার সতর্কতামূলক পরিদর্শনও সম্পন্ন করেছে। আহমদাবাদে বোয়িং ৭৮৭ দুর্ঘটনার পর ( যেখানে ২৬০ জন নিহত হয়েছিল) ডিজিসিএ-র নিরাপত্তা নির্দেশিকা অনুসারে এই পরীক্ষাগুলি করা হয়েছে।























