Car Loan: ঋণ নিয়ে গাড়ি কিনবেন ? সুদের হার কমেছে এই ব্যাঙ্কে
Bank of Baroda: তবে এখন ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda Car Loan) যারা ফিক্সড রেট অফ ইন্টারেস্টে ঋণ নিতে চান তাঁদের জন্য ৮.৮৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। একটি স্বল্পস্থায়ী সময়ের জন্য এই অফার দেওয়া হচ্ছে।
Bank of Baroda: রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদা এবার গাড়ির ঋণে সুদের হার কমিয়েছে ৬৫ বেসিস পয়েন্ট হারে। মূলত ফ্লোটিং ইন্টারেস্ট রেটই কমিয়েছে এই ব্যাঙ্ক। ফলে ব্যাঙ্ক অফ বরোদা থেকে যারা ইতিমধ্যেই ফ্লোটিং রেটে গাড়ির জন্য ঋণ নিয়েছেন, তাঁদের স্বস্তি এবার। ঋণের উপর সুদের হার কমে এল ৮.৭৫ শতাংশে। আগে এই সুদের হার ছিল ৯.৪০ শতাংশ। ২৬ ফেব্রুয়ারি এই ঘোষণা করেছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Car Loan)। তবে গাড়ির ঋণে এই ছাড় দীর্ঘস্থায়ী নয়, চলবে ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ যারা এই সময়ের মধ্যে নতুনভাবে ঋণের আবেদন করবেন, তাঁরা এই কম সুদের হারে ঋণ পাবেন গাড়ি কেনার জন্য।
ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda Car Loan) পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ব্যাঙ্ক অফ বরোদার গাড়ির ঋণের ক্ষেত্রে ফ্লোটিং রেট অফ ইন্টারেস্টে একটি স্বল্পস্থায়ী সময়ের জন্য অফার দেওয়া হচ্ছে। এই অফার চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।' এই নতুন সুদের হার মূলত নতুন গাড়ি কেনার জন্যেই প্রযোজ্য হবে। আর সম্পূর্ণভাবে এটি ঋণগ্রহীতার ক্রেডিট প্রোফাইলের উপর নির্ভর করবে, সিবিল স্কোর ভাল থাকলে এই সুদের হার থাকবে, তবে তা বাড়তে বা কমতেও পারে।
তবে এখন ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda Car Loan) যারা ফিক্সড রেট অফ ইন্টারেস্টে ঋণ নিতে চান তাঁদের জন্য ৮.৮৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। এছাড়াও এই ব্যাঙ্ক গ্রাহকদের জন্য ফ্লোটিং ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে জিরো রি-পেমেন্ট চার্জ ধার্য করা হয়েছে। তাছাড়া ফ্লোটিং ও ফিক্সড দুই রকম ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে প্রসেসিং চার্জে একটি ছাড় দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের জন্য।
সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে যে গাড়ির ঋণে সুদ মূলত নির্ধারিত হয়, দৈনিক অবশিষ্ট ব্যালান্সের উপর ভিত্তি করে এবং ৮৪ মাসের একটা বর্ধিত রি-পেমেন্ট পিরিয়ডের সুবিধেও দিচ্ছে এই ব্যাঙ্ক।
ঋণের ক্ষেত্রে যেমন সুদের হার কম হলে ভাল হয়, স্বস্তি পান গ্রাহকরা। তেমনই স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও এই সুদের হার বেশি হলে সুবিধে গ্রাহকদের। এই দুই মাসের মধ্যেই দুটি বেসরকারি PSU ব্যাঙ্ক তাঁদের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। যদিও এই বর্ধিত সুদের হার শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্যই প্রযোজ্য। এদের মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কে বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য ২ কোটি টাকার কম স্থায়ী আমানতে ১৭ মাস থেকে ১.৫ বছরের কম সময়ের ব্যবধানে সুদের হার হয়েছে ৭.৭৫ শতাংশ। ইন্ডাসইন্ড ব্যাঙ্কে এই সুদের হার ৮.২৫ শতাংশ, ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে।
আরও পড়ুন: Home Rent: বাড়ি ভাড়া নেবেন ? কী কী বিষয় সবার আগে দেখে নিতে হবে জানেন ?