Home Loan Interest: বাড়ি কেনার জন্য ঋণ নেবেন ? সুদের হার কমে গিয়েছে এই ব্যাঙ্কে- আবেদন করবেন ?
Home Loan Interest: আগে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনে সুদের হার ছিল ৮.৪৫ শতাংশ, সেখানে বর্তমানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে হোম লোন নিতে গেলে আপনাকে বছরে ৮.৩০ শতাংশ হারে সুদ দিতে হবে।
Home Loan: বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা এখন বেশিরভাগ মানুষের কাছেই অতি প্রয়োজনীয় একটি চাহিদা হয়ে উঠেছে। আর এই বাড়ির জন্য বেশিরভাগ মানুষই ব্যাঙ্ক থেকে ঋণ নেন। এখনও পর্যন্ত ব্যক্তিগত ঋণ, বাণিজ্যিক ঋণ এবং গৃহ ঋণের মধ্যে, গৃহ ঋণেই তুলনামূলকভাবে সুদের হার অনেক কম। কোভিডকালে এই সুদের হার রেকর্ড হারে কমে গিয়েছিল, তবে ফের খানিক বেড়েছে এই সুদের হার। যারা বাড়ি কিনতে চান, ঋণ নেওয়ার কথা ভাবছেন তাঁদের কাছে এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে এল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)। গৃহ ঋণের সুদের হার বদলে গেল এই ব্যাঙ্কে। এখন কত হল ?
কত বদল হল সুদের হারে
আগে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনে সুদের হার ছিল ৮.৪৫ শতাংশ, সেখানে এখন ১৫ বেসিস পয়েন্ট কমে গিয়েছে সুদের হার। বর্তমানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে হোম লোন নিতে গেলে আপনাকে বছরে ৮.৩০ শতাংশ হারে সুদ দিতে হবে। অন্য সমস্ত পিএসইউ ব্যাঙ্কের তুলনায় এই ব্যাঙ্কে অনেক কম সুদের হারে ঋণ দেওয়া হচ্ছে বাড়ি কেনার জন্য। এর অন্যান্য প্রতিযোগীদের মধ্যে SBI ও HDFC ব্যাঙ্কে যেখানে হোম লোনে সুদের হার ৮.৪০ শতাংশ, সেখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হোম লোনে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কম, ৮.৩০ শতাংশ।
কতদিন চলবে এই সুযোগ
তবে এই সুযোগ দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্তই থাকবে এই সুযোগ। অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত যে সমস্ত গ্রাহক এই ব্যাঙ্ক থেকে হোম লোনের আবেদন করবেন, তাঁরা অনেক কম সুদের হারে ঋণ পাবেন।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টার হোম লোন
প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে হোম ফিনান্সিংয়ে (Home Loan Interest Rate) মাত্র ৮.৩০ শতাংশ সুদের হারে গৃহ ঋণ দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ঋণ প্রকল্পের নাম বিওবি স্টার হোম লোন। গ্রাহকের সুবিধেকেই এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এক লাখ টাকার ঋণ হলে সবথেকে কম মাসিক ৭৫৫ টাকার ইএমআই দেওয়া হয় এখানে। ওভারড্রাফট সুবিধেও পাওয়া যাবে এই ব্যাঙ্কে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সোলার রুফটপ ফিনান্স লোন
হোম লোন ছাড়াও প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে বাড়ির ছাদে যদি কেউ সোলার প্যানেল লাগাতে চান, তাঁরা এই ব্যাঙ্ক (Home Loan Interest Rate) থেকে ঋণ নিলে ৭ শতাংশ হারে সুদ দিতে হবে। ১০ বছরের মধ্যেই এই ঋণ শোধ দেওয়া যাবে এবং এক্ষেত্রে কোনওরকম প্রসেসিং চার্জ লাগবে না।
আরও পড়ুন: Home Loan: বাড়ির জন্য ঋণ নেবেন ? এই কাজ করলে কমবে সুদের হার