FD Rates: ফিক্সড ডিপোজিটে প্রায় ৯ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি
Fixed Deposit: বেশি সুদের আশা করলে দেখতে পারেন স্মল ফিনান্স ব্যাঙ্কের (Small Finance Bank) ফিক্সড ডিপোজিট স্কিম (FD Rates)।
Fixed Deposit: দেশের বড় সরকারি ব্যাঙ্কের(Bank News) তুলনায় এই ব্যাঙ্কগুলি দিচ্ছে অনেক বেশি সুদ (Interest Rates)। সেই ক্ষেত্রে বেশি সুদের আশা করলে দেখতে পারেন স্মল ফিনান্স ব্যাঙ্কের (Small Finance Bank) ফিক্সড ডিপোজিট স্কিম (FD Rates)।
তিন বছরের এফডিতে দারুণ সুদ
FD-তে বর্তমানে ব্যাঙ্কগুলি ভাল সুদের হার দিচ্ছে। অনেক ছোট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ভাল সুদের হার অফার করছে। অন্যান্য ব্যাঙ্কের তুলনায় ছোট ব্যাঙ্কগুলি গ্রাহকদের মাত্র তিন বছরের জন্য উচ্চ সুদের হার অফার করছে। ব্যাঙ্কবাজার এই তথ্য জানিয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে এফডি-তে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (SFB) কতটা সুদ দিচ্ছে তা জানুন।
সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে। Suryoday Small Finance Bank (Suryoday Small Finance Bank) তার গ্রাহকদের তিন বছরের FD-তে 8.60 শতাংশ সুদের হার অফার করছে। আপনি যদি মোট তিন বছরের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি ম্যাচুরিটিতে 1.29 লক্ষ টাকা পাবেন। তাই এটি একটি ভাল বিনিয়োগ বিকল্প।
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
আরেকটি ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক আপনাকে 8.50 শতাংশ সুদের হার অফার করছে। জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছরের এফডিতে 8.50 শতাংশ সুদের হার অফার করছে। সুতরাং আপনি 1 লক্ষ টাকার বিনিয়োগে 1.29 লক্ষ টাকা রিটার্ন পাবেন।
Fincare থেকে 8.11 শতাংশ সুদ
Fincare Small Finance Bank তিন বছরের FD-এ 8.11 শতাংশ সুদ দিচ্ছে৷ তাই 1 লক্ষ টাকার বিনিয়োগ আপনাকে তিন বছর পর 1.27 লক্ষ টাকা ফেরত দেবে।
AU Small Finance Bank থেকে 8 শতাংশ সুদ
AU Small Finance Bank তার গ্রাহকদের তিন বছরের স্থায়ী আমানতে (FD) 8 শতাংশ সুদের হার অফার করছে। তাই আপনি যদি AU Small Finance Bank-এ তিন বছরের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি 1.27 লক্ষ টাকা রিটার্ন পাবেন।
নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আপনাকে তিন বছরের এফডিতে 7.75 শতাংশ সুদের হার অফার করছে। এখানে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন বছর পর 1.26 লক্ষ টাকা পাবেন৷