(Source: Poll of Polls)
SBI Debit Card Block: প্রতারকদের হাতে পড়লে সমস্যা, কীভাবে দ্রুত ব্লক করবেন এসবিআই ডেবিট কার্ড?
State Bank Of India: স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড হারালে চিন্তার কিছু নেই। প্রতারকরা কিছু করার আগেই ব্লক করতে পারবেন আপনার কার্ড।
State Bank Of India: স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড হারালে চিন্তার কিছু নেই। প্রতারকরা কিছু করার আগেই ব্লক করতে পারবেন আপনার কার্ড। সহজেই এসএমএস ও অনলাইনে করা যাবে কার্ড ব্লক। জেনে নিন কীভাবে।
Debit Card : ডেবিট কার্ড হল পেমেন্টের একটি মাধ্যম যা ব্যবহারকারীদের কেনাকাটা করতে ও সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেয়। এই কার্ডগুলি নগদ বহন করার জন্য একটি সুবিধাজনক বিকল্প দিয়ে থাকে। ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে এই কার্ড। ডেবিট কার্ডগুলি পিন-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়।
How To Block SBI Card: ইনেক সময় ডেবিট কার্ড হারিয়ে বা চুরি হয়ে যায়। এই ক্ষেত্রে কার্ডহোল্ডারকে অবশ্যই ব্যাঙ্কে রিপোর্ট করতে হয়। যাতে তারা কার্ডটি নিষ্ক্রিয় করতে পারে। ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করে এটি করা যেতে পারে। আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) কার্ড থাকে যা হারিয়ে বা চুরি গেলে আপনি এটি নিষ্ক্রিয় করতে নেট ব্যাঙ্কিং বা এসএমএস পরিষেবা ব্যবহার করতে পারেন।
SBI Debit Card Block: টোল-ফ্রি নম্বরে কল করুন
আপনার SBI ATM/ডেবিট কার্ড ব্লক করার দ্রুততম উপায়গুলির মধ্যে হল ব্যাঙ্কের টোল-ফ্রি নম্বরগুলি 1800 11 2211 বা 1800 425 3800 এ কল করা৷ টোল-ফ্রি নম্বরটি ডায়াল করার পরে আপনি যে নির্দেশ পাবেন তা অনুসরণ করুন ও আপনার কার্ড ব্লক করুন৷
ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এসবিআই ডেবিট কার্ড ব্লক:
১ SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট onlinesbi.com-এ যান।
২ ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে SBI-এর ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করুন।
৩ ই-পরিষেবা বিভাগে যান ও এটিএম কার্ড পরিষেবা বিকল্পে ক্লিক করুন। তারপর ব্লক ATM কার্ড অপশনে ক্লিক করুন।
৪ আপনি ব্লক করতে চান এমন ATM কাম ডেবিট কার্ডের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
৫ এখানে আপনি সব ব্লক ও সক্রিয় কার্ডের তালিকা দেখতে পাবেন। তালিকাতে ডেবিট কার্ডের প্রথম ও শেষ চারটি সংখ্যা দেখাবে।
৬ আরও এগিয়ে যাওয়ার জন্য অ্যাকাউন্ট ধারক যে কার্ডটি ব্লক করতে চান, তা নির্বাচন করুন।এবার এখানে কারণ উল্লেখ করুন। যদি এটি হারিয়ে যায় বা চুরি হয় তাহলে সাবমিট অপশনে ক্লিক করুন।
৭ এবার কনফার্ম করার আগে আপনাকে সব প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে।
৮ এই পর্বে রিকোয়েস্ট মোড নির্বাচন করুন ও একটি OTP নম্বর বেছে নিন বা প্রোফাইল পাসওয়ার্ড ব্যবহার করুন (পছন্দ অনুযায়ী)।
৯ OTP বা পাসওয়ার্ড লিখুন, তারপর কনফার্ম বিকল্পে ক্লিক করুন।
১০ একবার SBI ATM ডেবিট কার্ড ব্লক হয়ে গেলে অ্যাকাউন্ট হোল্ডার SMS এর মাধ্যমে একটি টিকিট নম্বর পাবেন।
এস.এম.এস এর মাধ্যমে এসবিআই ডেবিট কার্ড ব্লক
আপনার ইনবক্সে যান এবং টাইপ করুন - ব্লক XXXX (যেখানে XXXX উল্লেখ আছে আপনার ডেবিট কার্ডের শেষ 4টি সংখ্যা লিখুন) এটি 567676 নম্বরে পাঠান। এই পরিষেবাটি শুধুমাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে নেওয়া যেতে পারে। ব্যাঙ্কের এসএমএস পাওয়ার পরে আপনি কনফারমেশন পাবেন। এসএমএস বিজ্ঞপ্তিতে আপনার টিকিট নম্বর, ব্লক করার সময় ও ব্লক করার তারিখ উল্লেখ থাকবে।