EV Charging: বাড়িতে বৈদ্যুতিন গাড়ি-বাইকে চার্জ দেওয়া উচিত ? কত খরচ হবে জানেন ?চ
EV Charging On Domestic Connection: যে কেউ চাইলেই তাদের নিজের বাড়ির বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ইভিতে চার্জ দিতে পারেন। তবে শুধুমাত্র ব্যক্তিগত গাড়িই বাড়িতে চার্জ দেওয়া যাবে। কোনো বাণিজ্যিক ইভি গাড়ি নয়।
EV Charging Rules: ডিজেল পেট্রোলের খরচ দিনে দিনে বাড়তেই চলেছে আর তাই ভারতে ক্রমেই বেড়ে চলেছে ইভির বিক্রি। বৈদ্যুতিন গাড়ি-বাইক-স্কুটারের বিক্রি এখন তুঙ্গে দেশজুড়ে। আর ভারত সরকার এই ধরনের বৈদ্যুতিন যানবাহন কেনার (EV Charging) জন্য ভর্তুকি দিয়ে থাকে। একটি বৈদ্যুতিন গাড়ি বা বাইক, সাধারণত এক চার্জে ১৫০ থেকে ৪০০ কিমি যেতে পারে। তবে কিছু কিছু সংস্থার ইভি আরও বেশি দূরত্ব যেতে পারে। এই ধরনের গাড়ির ব্যাটারি কমে গেলে চার্জিং স্টেশনে (EV Charging Rule) নিয়ে যেতে হয়। প্রতিটি বড় শহরেই অনেক চার্জিং স্টেশন (Charging Station) আছে। এই ইভি কি বাড়িতে চার্জ দেওয়া ঠিক ? বাড়িতে ইভি চার্জ দিলে কি বেশি খরচ হবে ?
বাড়ির সংযোগ থেকে ইভিতে চার্জ দেওয়া যায় ?
যে কেউ চাইলেই তাদের নিজের বাড়ির বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ইভিতে (EV Charging) চার্জ দিতে পারেন। তবে শুধুমাত্র ব্যক্তিগত গাড়িই বাড়িতে চার্জ দেওয়া যাবে। কোনো বাণিজ্যিক ইভি গাড়ি বাড়িতে চার্জ দিলে আপনার জরিমানা হতে পারে। তবে বৈদ্যুতিন গাড়ি বা বাইক চার্জ দেওয়ার আগে এর জন্য সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে আপনাকে। এর জন্য আপনার একটি ভারি সকেট দরকার। হালকা সকেট থেকে চার্জ নিলে সকেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার চার্জ ঠিকমত নাও হতে পারে।
একটি বৈদ্যুতিন গাড়ি সাধারণত সম্পূর্ণ চার্জ হতে ৬-১২ ঘণ্টা সময় নেয়। আপনি চাইলে বাড়িতে ইভি চার্জিংয়ের জন্য আলাদা ব্যবস্থা করতে পারেন। এর জন্য আলাদা বোর্ড স্থাপন করা যেতে পারে।
ইউনিট প্রতি খরচ কত হবে ?
আপনি যদি চার্জিং স্টেশনে যান ইভিতে চার্জ দেওয়ার জন্য তাহলে আপনাকে গড়ে ২ টাকা থেকে ৯ টাকা দিতে হতে পারে। আর আপনি যদি বাড়িতে নিজের বিদ্যুৎ সংযোগে ইভিতে চার্জ দেন তাহলে নির্দিষ্ট হারেই চার্জ (EV Charging) করতে পারবেন আপনি। একটি পাওয়ার ইউনিটের দাম একেক রাজ্যে আলাদা, উত্তরপ্রদেশে এক ইউনিটের জন্য খরচ পড়ে ৬.৫ টাকা, আবার পশ্চিমবঙ্গে ইউনিটের জন্য খরচ পড়ে প্রায় ৫.৫ টাকা। এই অনুপাতে আপনার খরচ হবে।