FASTag Annual Pass: ১৭ হাজার টাকা বেঁচে যাবে আপনার ! FASTag-এর বার্ষিক পাস পেতে কী করতে হবে ?
FASTag Annual Pass Offers: বার্ষিক পাস সক্রিয় হওয়ার দিন থেকে ১ বছর পর্যন্ত এর বৈধতা বজায় থাকবে বা যতক্ষণ না ২০০টি টোল প্লাজা ক্রসিং সম্পূর্ণ হচ্ছে- এর মধ্যে যেটি আগে হবে সেই অনুসারে বৈধতা চলে যাবে।

FASTag Rule: গতকাল ১৫ অগাস্ট থেকেই চালু হয়ে গিয়েছে ফাস্ট্যাগের এই বার্ষিক পাস। দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ীর নির্দেশে এই ফাস্ট্যাগ বার্ষিক পাস চালু করা হয়েছে। গতকাল থেকেই এই বার্ষিক পাস কেনা শুরু হয়ে গিয়েছে। গাড়ির মালিকরা এই পাস একবারে কিনে রেখে দিতে পারেন যাতে সারা বছর তাদের টোলের টাকা আলাদা করে দিতে না হয়। এর ফলে হাইওয়েতে ভ্রমণ আগের থেকেও অনেক সহজ হয়ে উঠবে, খরচও বাঁচবে মানুষের। ৩০০০ টাকা দিয়ে এই বার্ষিক পাস কিনে রাখলে সারা বছরে ২০০টি টোল প্লাজা দিয়ে আপনি বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। যারা ঘন ঘন ভ্রমণ করেন গাড়ি নিয়ে তাদের এই নিয়মে স্বস্তি মিলবে অনেকটাই।
কী কী সুবিধে ফাস্ট্যাগের বার্ষিক পাসে ?
এই ফাস্ট্যাগ বার্ষিক পাস কেবলমাত্র অবাণিজ্যিক ব্যক্তিগত যানবাহন যেমন গাড়ি, জিপ ও ভ্যানের জন্য প্রযোজ্য হবে।
খরচ – ২০০টি টোল প্লাজা ক্রসিংয়ের জন্য এই ফাস্ট্যাগ বার্ষিক পাসে দিতে হবে ৩০০০ টাকা।
বৈধতা – বার্ষিক পাস সক্রিয় হওয়ার দিন থেকে ১ বছর পর্যন্ত এর বৈধতা বজায় থাকবে বা যতক্ষণ না ২০০টি টোল প্লাজা ক্রসিং সম্পূর্ণ হচ্ছে- এর মধ্যে যেটি আগে হবে সেই অনুসারে পাস বৈধতা চলে যাবে।
যোগ্যতা – কেবলমাত্র ব্যক্তিগত হালকা ওজনের গাড়িগুলির ক্ষেত্রেই এই ফাস্ট্যাগ বার্ষিক পাস প্রযোজ্য হবে।
কীভাবে সক্রিয় করবেন – এই বার্ষিক পাস সক্রিয় করার জন্য রাজমার্গ যাত্রা অ্যাপ বা NHAI, MoRTH –এর ওয়েবসাইটে যেতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ীর মতে এই উদ্যোগের মাধ্যমে টোল প্লাজায় অপেক্ষার সময় কমবে এবং নিয়মিত যাত্রীদের জন্য টাকা দেওয়া অনেক সুবিধে হবে।
কত খরচ বাঁচবে এতে ?
হাইওয়েতে ভ্রমণের ক্ষেত্রে এই ফাস্ট্যাগ বার্ষিক পাসে অনেকটাই খরচ বেঁচে যাবে আপনার। গাড়ির জন্য গড়ে টোল ট্যাক্স দিতে হয় ৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত। যদি গড়ে ১০০ টাকা ধরা হয় টোল ট্যাক্স তাহলে ২০০টি ট্রিপের জন্য আপনার খরচ হবে ২০০০০ টাকা। আর এই পাস কিনতে আপনার খরচ হবে মাত্র ৩০০০ টাকা। অর্থাৎ এই বার্ষিক পাস আপনার বছরে ১৭ হাজার টাকা খরচ বাঁচাবে। ৮৫ শতাংশ খরচ কমিয়ে দেবে ফাস্ট্যাগের বার্ষিক পাস। আর অন্যদিকে যদি গড়ে টোল ট্যাক্স ৮০ টাকা হয় আর বছরে ১০০টি ট্রিপ হয়, সেক্ষেত্রে আপনার ৫০০০ টাকা বেঁচে যাবে।
কারা করতে পারবেন আবেদন
যে সমস্ত ব্যক্তির ফাস্ট্যাগের সঙ্গে তাদের বৈধ ভেহিকল রেজিস্ট্রেশন নং লিঙ্ক করা আছে তারাই কেবল এই ফাস্ট্যাগের বার্ষিক পাস করাতে পারবেন। যাদের ফাস্ট্যাগ কেবল চেসিস নম্বরের সাহায্যে যুক্ত রয়েছে তারা এই বার্ষিক পাসের সুবিধে নিতে পারবেন না।





















